নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বাড়ি বাড়ি ডিমান্ড পাঠানোর দিন শেষ। এবার থেকে অনলাইনেই জানতে হবে ট্রেড লাইসেন্সের বকেয়া টাকার পরিমাণ। অনলাইনেই মিলবে ডিমান্ড। যদি কারোর হার্ড কপি প্রয়োজন হয়, তাহলে তাঁকে আসতে হবে পুরসভায়। কাগজের ব্যবহার কমাতে সম্পূর্ণ বিষয়টিকে ই-সিস্টেমে নিয়ে আসা এবং পুরসভার খরচ কমানোর লক্ষ্যেই শুরু হচ্ছে এই নতুন ব্যবস্থা। প্রতি বছর শহরের লাইসেন্সধারীর প্রত্যেককে বাড়ি বাড়ি স্পিড পোস্টের মাধ্যমে ডিমান্ড পাঠানো হয়।
কার কত বকেয়া, সেটা পুর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে আর ডিমান্ড পোস্ট অফিসের মাধ্যমে বাড়ি বাড়ি পাঠানো হবে না। প্রত্যেকে নিজের ডিমান্ড অনলাইনে দেখতে পারবেন। সেই সঙ্গে লাইসেন্সধারীদের মোবাইলে যাবে সেই সংক্রান্ত এসএমএস। যদি একান্ত ডিমান্ডের নথি প্রয়োজন হয়, তাহলে আসতে হবে পুরসভায়।
আরও পড়ুনঃ হোয়াটস অ্যাপের নয়া প্রাইভেসি পলিসি গ্রহণ করা ব্যবহারকারীর স্বেচ্ছাধীনঃ দিল্লি হাইকোর্ট
এই প্রসঙ্গে ট্রেড লাইসেন্স বিভাগের এক আধিকারিক বলেন, ‘খরচ বাঁচবে সেটা অবশ্যই ঠিক। কিন্তু সেই সঙ্গে আমরা পুরো বিষয়টিকে অনলাইনে নিয়ে আসার উপর জোর দিচ্ছি। কাগজের ব্যবহার যতটা সম্ভব কমানো যায়, তা দেখা হচ্ছে।’
আরও পড়ুনঃ অমর্ত্য সেনের জমি দখল প্রসঙ্গে অনড় বিশ্বভারতী
এখন অনলাইনের সঙ্গে সঙ্গে লাইসেন্সের পুনর্নবীকরণ হচ্ছে। মিলছে নতুন লাইসেন্সও। ফলে বছর বছর পোস্ট অফিসের মাধ্যমে খরচ করে প্রত্যেক লাইসেন্সধারীকে চিঠি পাঠানোর কোনো মানেই হয় না। তাই চলতি বছর থেকে সেই ব্যবস্থা বন্ধ করে দেওয়া হল। লাইসেন্স বিভাগ সূত্রে খবর, প্রতি বছর পোস্ট অফিসের মাধ্যমে এই চিঠি পাঠাতে ১২-১৩ লাখ টাকা খরচ হয়। তাই স্বাভাবিকভাবেই বর্তমান বাজারে এই খরচ কমাতেই কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584