মনিরুল হক, কোচবিহারঃ
পুলিশি পাহারা থাকা সত্ত্বেও এক দল দুষ্কৃতী গতকাল ভেটাগুড়ি বাজারে ব্যবসায়ীদের দোকানে হামলা চালায় বলে অভিযোগ উঠল । ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ ভেটাগুড়ি বাজারে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দিনহাটা-কোচবিহার সড়কের উপর পথ অবরোধ করে ব্যবসায়ীরা। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলে ওই পথ অবরোধ তুলে দেন ও দুষ্কৃতীদের গ্রেপ্তার করার আশ্বাস দেন। ওই ঘটনায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।
ভেটাগুড়ি ব্যবসায়ীদের অভিযোগ, গতকাল রাত ৯ টা নাগাদ একদল দুষ্কৃতী এসে বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীকে দোকান বন্ধ করার হুমকি দেয়। পরে বাজারের ৬-৭টি দোকানদারকে মারধোর করে। এই ঘটনা ঘটে যাওয়ার পর ভেটাগুড়ি বাজারের ব্যবসায়ীরা ভয় পেয়ে যায়। দিনের পর দিন ভেটাগুড়ি বাজারে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। অথচ পুলিশ ঠুঁটো জগন্নাথ হয়ে রয়েছে। বাজারে সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা বলতে কিছু নেই। তাই তাদের পথ অবরোধ করতে হল ৷
আরও পড়ুনঃ বড়ঞা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতিকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
আরও পড়ুনঃ পরীক্ষা চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ,উত্তপ্ত দিনহাটা কলেজ
ভেটাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক বলরাম বর্মণ বলেন, “মঙ্গলবার রাতে ভেটাগুড়ি বাজারের এসে একদল দুষ্কৃতী দোকানের সামনে চেয়ার টেবিল, বেঞ্চ ভাঙচুর করে । বুধবার রাতে আমাদের বাজার লাগোয়া এক ব্যবসায়ীর বাড়িতে গিয়েও ওই দুষ্কৃতীরা হামলা চালায় ও একটি বাইক ভাঙচুর করে ৷ তার বাড়ি থেকে প্রায় দেড় লক্ষ টাকা ছিনতাই করে নেয় বলে অভিযোগ করেন তিনি।
ভেটাগুড়ি বাজার এলাকায় পুলিশি পাহারা থাকার পরেও ওই দুষ্কৃতীরা ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে, দোকান ভাঙচুর করছে। তবু পুলিশ নীরব। তাই ব্যবসায়ীরা আজ আতঙ্কিত। আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি । তাই বাধ্য হয়ে আজ আমরা পথ অবরোধ করে। আমাদের পথ অবরোধ প্রায় ২ ঘন্টা চলে ৷”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584