লোকাল ট্রেনের দাবিতে বেলদা স্টেশনে বিক্ষোভ

0
87

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

railway station | newsfront.co
নিজস্ব চিত্র

সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা খাকুড়দা কেশিয়ারি সহ পার্শ্ববর্তী অঞ্চলের ব্যবসায়ী সংগঠনের যৌথ উদ্যোগে বেলদা থেকে বেলদা- হাওড়া লোকাল ট্রেন চালুর দাবিতে বেলদা স্টেশনে বিক্ষোভ অবস্থান করল ব্যবসায়ী সংগঠন।

strike | newsfront.co
বিক্ষোভ ৷ নিজস্ব চিত্র

তাঁদের দাবি দীর্ঘদিন ধরে বেলদা-হাওড়া লোকাল ট্রেনে পরিষেবা চালু না হওয়ায় কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসার ক্ষেত্রে অধিক ভাড়া দিয়ে নিয়ে আসতে হচ্ছে । সেইসঙ্গে করতে হচ্ছে ঝুঁকিবহুল যাত্রা।এ ছাড়াও অসুস্থ ব্যক্তিদের কলকাতাতে উন্নত চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। বেলদা-হাওড়া লোকাল ট্রেন চালু না হলে এইভাবে সমস্যায় পড়তে হচ্ছে সর্বক্ষেত্রের মানুষকে।

আরও পড়ুনঃ আইনি মোড় নিল টুইটযুদ্ধ, অভিনেত্রী সায়নীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন তথাগত রায়

তাই অবিলম্বে বেলদা-হাওড়া লোকাল ট্রেন পরিষেবা চালু করার দাবিতে সোমবার সকাল থেকে বেলদা বাজারে একটি মিছিল, এবং পরে বেলদা স্টেশনে ট্রেনের ট্র্যাকে নেমে ও স্টেশন ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখায় ব্যবসায়ী সংগঠনের লোকেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here