করোনা বিধি মেনেই এবার ঐতিহ্যবাহী বোল্লাকালী পুজো

0
68

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

করোনার অতিমারির কারণে বিধি মেনে এবছর উত্তরবঙ্গের দ্বিতীয় প্রাচীন ও ঐতিহ্যবাহী বোল্লাকালী মাতার পুজো অনুষ্ঠিত হতে চলেছে ৷ তবে হচ্ছে না এই পুজোকে ঘিরে চলা চার দিনের মেলা।

kali ma | newsfront.co
বোল্লা কালীমাতা ৷ নিজস্ব চিত্র

করোনা সতর্কতামূলক ব্যবস্থার জন্য সামাজিক বিধি মেনে চলতে এবার পুজোকে ঘিরে যাতে ভক্তসমাগম না হয়, সেইজন্য আজ ভোর থেকেই পূণ্যার্থী ও ভক্তদের সামাল দিতে সজাগ ছিল জেলা পুলিশ প্রশাসনের টিম। অনান্য বছর যেখানে বোল্লা বাস স্ট্যান্ড চত্বর থেকে বোল্লা কালীমাতার মন্দির প্রাঙ্গণ পর্যন্ত দুই কিমি রাস্তা যেখানে ভক্ত ও পূণ্যার্থীদের ভিড়ে গমগম করে, সেখানে এবার একদম প্রায় ফাঁকাই রয়েছে ।

temple | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও এদিন দূর দূরান্ত থেকে কিছু ভক্ত ও পূণ্যার্থীরা পুলিশের তিনটি ব্যারিকেডের নাকাচেকিং এড়িয়ে মন্দির প্রাঙ্গণে এসে জড় হলেও মন্দির কমিটি ও জেলা পুলিশের কঠোর নির্দেশিকার জন্য পুজো দিতে ও ভোগ নিবেদন করতে পারেনি ৷

ouja | newsfront.co
নিজস্ব চিত্র

কেননা এবার মন্দির প্রাঙ্গণ চত্বরে কোন ভোগের দোকানকেই বসতে দেয়নি প্রশাসন ৷শুধু মাত্র দূর থেকে মায়ের মূর্তির দর্শন সেরেই তাদের এবার ফিরে যেতে হয়েছে।

আরও পড়ুনঃ বিশ্ব প্রতিবন্ধী দিবসে ট্যাবলোর উদ্বোধন মেদিনীপুরে

তবে রাতে পুজোর সময়ই বেশি ভক্ত সমাগম হয়ে থাকে তবে প্রশাসনের নির্দেশে রাতেও কোন গাড়ি চলবেনা ৷ তাই রাতে মায়ের পুজোর সময়ও ভক্ত সমাগমের সম্ভাবনা কম থাকবে ৷

প্রত্যেক বছর রাস-পূর্ণিমার পরের শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের অদূরে বোল্লা গ্রামে বোল্লা কালীমাতার পুজো অনুষ্ঠিত হয়ে থাকে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here