সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগণাঃ
আজ থেকে প্রায় বিরানব্বই বছর আগে গ্রামে দেখা দিয়েছিল মহামারি । মহামারি রুখতে শ্যামা মায়ের আরাধনা শুরু করে প্রবীণ-নবীনরা। । সেই থেকে চলে আছে উস্থির প্রত্যন্ত গড়খালি গ্রামের শ্যামা মায়ের পুজো।জানা গিয়েছে প্রথম থেকে মায়ের উচ্চতা ২৮ ফুট ছিল ।
অর্থনৈতিক সংকটে গ্রামের মানুষরা পর্ণকুটীরে পূজার্চনা করতেন। আজ সেখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এবছর এই পুজো ৯২ বছরে পদার্পণ করেছে । একআনা করে চাঁদা নিয়ে শুরু হয়ে ছিল পুজো ।সময় বদলেছে, বদলেছে গ্রামের হালহাকিকত । কিন্তু আজও বদলায়নি পুজোর রীতি নীতি । মহামারির হাত থেকে বাঁচার জন্য পুজোর সূচনা হয়েছে ঠিকিই। আজ সেই পুজো প্রবীণ- নবীনদের কাছে উৎসব মুখর হয়ে উঠেছে ।
চারদিন ধরে পুজো চলে, পুজো ঘিরে নানান অনুষ্ঠান হয় ।শতাধিক মানুষ মানসিক কামনায় মায়ের কাছে বুকচিরে রক্ত দেয় । বলি প্রথা নেই এই পুজোয়। ভোগ বিতরণের প্রথা রয়েছে । বুড়ো অমাবস্যা তিথিতে মায়ের পুজো হয় । সকাল থেকে নির্জলা উপবাস করেন গ্রামবাসীরা ।
আরও পড়ুনঃ বলির রক্তে নয়, পিতৃমাতৃকে পুজোর মধ্য দিয়েই সন্তুষ্ট হন শালবনীর চক্রবর্তী বাড়ির কালীমা
পরে চরণামৃতর পাশাপাশি ভোগ খেয়ে উপবাস ভঙ্গ করেন। এখানকার পুজোর রীতি ধূনা পোড়ানো । দন্ডি দেওয়া । অঞ্জলী দেয় গ্রামের প্রবীণ- নবীনরা । বারো মাসে তেরো পার্বণ থাকলেও গ্রামবাসীরা শ্যামা পুজোর আনন্দে মাতে সবচেয়ে বেশী ।
আত্মীয় সমাগমে উৎসব মুখর হয়ে ওঠে গড়খালীর শ্যামা পুজো ।মহামারি করোনায় আজ আতঙ্কিত এলাকাবাসী । শতকষ্ট বুকে নিয়ে আতঙ্কে থেকেও সাবধানতা অবলম্বন করে এবার পুজোর আয়োজন করা হয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584