নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ইস্কন নাম হট্ট মায়াপুর নদীয়ার উদ্যোগে এবং ডুয়ার্সে বৈদিক সনাতন মহাসভার ব্যবস্থাপনায় মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ি হাই স্কুল ময়দানে শুক্রবার থেকে শুরু হল দুই দিন ব্যাপী বিরাট সনাতন ধর্মানুষ্ঠান ও হরেকৃষ্ণ উৎসব।নগর সংকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজারের বেশি মহিলা ও পুরুষ ভক্ত নগর সংকীর্তনে অংশ নিয়ে পথ পরিক্রমা করেন।এছাড়া দুইদিন ব্যাপী অনুষ্ঠানে থাকছে ভজন কীর্তন,প্রবচন,ধর্মীয় আলোচনা ও বৈদিক যজ্ঞানুষ্ঠান।তবে বিশেষ আকর্ষন, দুই দিনেই মুল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বৈদিক চলচিত্র এবং ভক্ত বাৎসল্য ভগবান সাক্ষী গোপাল, ও ভক্ত হরিদাস,নামে পৃথক দুটি যাত্রা পালা।
আলিপুরদুয়ার,জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার দায়িত্বে থাকা ইস্কন নাম হট্ট প্রচারক শ্যাম সখা দাস বলেন,মুলতঃ শ্রী চৈতন্য দেবের বানী প্রচারই মূল উদ্দেশ্য।তবে কৃষ্ণ উৎসবকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আরও পড়ুন: সারদাদেবীর জন্মতিথি উদযাপন ও কৃষি সমৃদ্ধি মেলার সূচনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584