পছন্দের চ্যানেল বাছতে নতুন অ্যাপ নিয়ে এল ট্রাই

0
70

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

টিভিতে পছন্দের চ্যানেল দেখতে গ্রাহকদের ডিটিএইচ বা কেবল অপারেটদের উপর নির্ভরশীল হওয়ার দিন শেষ। এবার নিজের টেলিভিশন দেখার কন্ট্রোল রাখুন নিজের হাতেই। টেলিকম রেগুলেটারি অথোরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই নিয়ে এসেছে চ্যানেল সিলেক্টর অ্যাপ।

TV channel | newsfront.co
প্রতীকী চিত্র

এই অ্যাপটির মাধ্যমে আপনি ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম ব্যাতিরেকে চ্যানেলে বাছাই, নির্বাচন এবং বাদ দিতে পারবেন। অর্থাৎ ট্রাইয়ের এই নতুন অ্যাপটির সাহায্যে গ্রাহক তাঁর পছন্দ মতো চ্যানেল দেখতে পারবেন। এই অ্যাপ ইতিমধ্যেই এসে গিয়েছে আইওএস এবং গুগল প্লে স্টোরে।

আপতত চারটি ডিটিএইচ অপারেটার-টাটা স্কাই, ডিশ টিভি, ডিটুএইচ এবং এয়ারটেল টিভির পাশাপাশি চারটি এমএসও-হাথওয়েল, সিটি নেটওয়ার্ক, ইন ডিজিটাল এবং এশিয়া নেট ইতিমধ্যেই এই পরিষেবা চালু করে দিয়েছে। যা গোটা দেশের টেলিভিশন সাবস্ক্রাইবারদের পঞ্চাশ শতাংশ। বাকি ১২টি এমএসও-এই পরিষেবা চালুর করবার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। প্রথমে এপ্রিলে এই অ্যাপটি লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংকটের কারণে এই পরিষেবা চালু হতে দেরি হল।

ট্রাই-এর এই নতুন অ্যাপটি ব্যবহার করার পদ্ধতিগুলো দেখে নিন:

১) সবার প্রথমে আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোন থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে।

২) অ্যাপটি ওপেন করলে সংশ্লিষ্ট এমএসও বা ডিটিএইচ সংস্থাগুলির নাম পর্দায় আসবে। নিজের সংস্থার নাম বেছে নিতে হবে।

৩) এরপর গ্রাহককে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইউজার আইডি বা সেটটপ বক্সের নম্বর জানাতে হবে।

৪) এরপর গ্রাহকের নির্দিষ্ট মোবাইলে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে। সেই ওটিপি যাচাই করে নেওয়ার পর চ্যানেলগুলির তালিকা মোবাইলের স্ক্রিনে ফুটে উঠবে। অর্থাৎ আপনার বর্তমান সাবস্ক্রিপশন, চ্যানেলগুলির বিস্তারিত তথ্য, তাঁর মূল্য সবকিছু সেখানে উল্লেখ করা থাকবে।

৫) সেখান থেকেই আপনি সবরকম পরিবর্তন করতে পারবেন। এবং চূড়ান্ত এই পর্যায়ে সব পরিবর্তন সংরক্ষণ করে নিলে আপনাকে নানা রকমের আশাব্যাঞ্জক অফার দেওয়া হবে যাতে আপনি আলা-কার্ট চ্যানেলের বদলে নির্দিষ্ট বুকে চ্যানেল বাছতে পারবেন। কোন চ্যানেলেটি কম দামে পাবেন-সেই সবকিছু উল্লেখিত থাকবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here