আসামে দুর্ঘটনাগ্রস্থ মালগাড়ি, বিপর্যস্ত বাংলার রেল পরিষেবা

0
81

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ

দেশে ফের রেল দুর্ঘটনা। ঝাড়খণ্ডের জামতোড়া ও কাশিটার স্টেশনের মাঝে লাইনচ্যুত মালগাড়ির বেশ কয়েকটি বগি। যার জেরে পূর্ব রেলের আসানসোল ডিভিশনে রেল চলাচল ব্যহত।

দূর্ঘটনাগ্রস্থ মালগাড়ি।ছবিঃ প্রতিবেদক

শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ জামতোড়া ও কাশিটার স্টেশনের মাঝে ডাউন লাইনে মালগাড়ির ৫টি বগি লাইনচ্যুত হয়। যার জেরে ওই শাখায় আপ ও ডাউন লাইনে রেল চলাচল ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আপ হাওড়া-এলাহাবাদ সিটি বিভূতি এক্সপ্রেস, আপ হাওড়া-অমৃতসর মেল, আপ হাওড়া-পটনা জনশতাব্দি এক্সপ্রেস, আপ শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস-সহ অন্তত ১০টি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে।

রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। যুদ্ধকালীন তৎপরতায় মালগাড়ির লাইনচ্যুত বগিগুলিকে সরিয়ে রেল পরিষেবা ফের স্বাভাবিক করার চেষ্টা চলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here