প্রতীক্ষার অবসান, চন্দ্রকোনারোডে চালু হল ট্রেন

0
71

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

দীর্ঘ আট মাস পর আদ্রা ডিভিশনে গড়ালো যাত্রীবাহী রেলের চাকা। সকাল ৭.৩০ মিনিট নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড স্টেশনে এসে পৌঁছালো খড়গপুর-আসানসোল যাত্রীবাহী ট্রেন। অপরদিকে সকাল ৮ টা নাগাদ চন্দ্রকোনা রোড স্টেশনে আসে পুরুলিয়া- হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।

train | newsfront.co
প্রতীক্ষার অবসান ৷ নিজস্ব চিত্র

আসানসোল যাওয়ার ট্রেনটিতে যাত্রী সেইভাবে ছিল না বললেই চলে কিন্তু পুরুলিয়া থেকে হাওড়া যাবার ট্রেন টিতে যাত্রীদের ভিড় ছিলো চোখে পড়ার মত। ট্রেনের কামড়ায় একটি সিটে ৩ জন করে বসার ব্যবস্থা রাখা হয়েছে রেলের তরফে। সামাজিক দূরত্ব বিধির কথা মাথায় রেখে চন্দ্রকোনা রোড স্টেশনে সম দূরত্ব বজায় রাখার চেষ্টায় করা হয়েছে গন্ডি।

passenger | newsfront.co
সুভাষচন্দ্র জানা, যাত্রী ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ১৪-ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বামনহাট-শিলিগুড়ি, বামনহাট-আলিপুরদুয়ার ট্রেন চলাচল

প্রসঙ্গত, দীর্ঘ লকডাউনে খড়্গপুর-আসানসোল ডিভিশনে ফ্রেড করিডরকে সচল রাখার জন্য চালানো হয়েছে মালগাড়ি, তবে দীর্ঘ এই সময়ে চলেনি কোনো যাত্রীবাহী ট্রেন।সাম্প্রতিক সময়ে অন্যান্য ডিভিশনের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও খড়্গপুর- আসানসোল শাখায় যাত্রীবাহী ট্রেন চালানো হয়নি।

আরও পড়ুনঃ বিজয়ীদের জঙ্গলমহল কাপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার

 

এই নিয়ে খড়্গপুর, আদ্রা আগামী একাধিক স্টেশনে খড়্গপুর -আদ্রা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের ট্রেন চালানোর দাবি নিয়ে পড়েছিল পোস্টার,অবশেষে সোমবার থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি রেল যাত্রীরা।

তবে সম দূরত্বর ছবি দেখা গেল না এই দিন, অবশ্য এই নিয়ে এক রেল যাত্রী বলেন বহুদিন বাদে যাত্রীবাহী ট্রেন চলায় যোগাযোগে অনেক সুবিধা হয়েছে, তাই সমদূরত্ব কে তোয়াক্কা না করেই আতঙ্ক কে কাঁধে নিয়ে একসাথে বসেছে যাত্রীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here