শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
ভয়াবহ করোনার সংক্রমণ ঠেকাতে লক ডাউনের পথে হেঁটে ছিল গোটা দেশ। পুরোপুরি বন্ধ ছিল ট্রেন পরিষেবা। করোনা নিয়ন্ত্রণে আসার পরই করোনা পরিস্থিতির মাঝে স্বল্প পরিসরে ভারতীয় রেল চালু করেছিল কিছু ‘কোভিড স্পেশাল’ ট্রেন। তাই বহু মেল, প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেনের নিদিষ্ট নম্বর ছিল না। ভাড়াও ছিল নির্ধারিত ভাড়ার থেকে ৩০ শতাংশ বেশি। তবে ট্রেনের ভাড়া কমানো এবং আরও বেশি প্যাসেঞ্জার ট্রেন চালু করার জন্য চাপা গুঞ্জন শুরু হয়েছিল। সাধারণ মানুষ জন চাইছেন নির্ধারিত ভাড়া মেনে সমস্ত ট্রেন চলাচল শুরু হোক।
তবে রেল কর্তৃপক্ষ আশার আলো জ্বালিয়ে বলেছেন, দূর পাল্লার ট্রেনের যাবতীয় পরিষেবা আবার আগের অবস্থায় ফিরে আসবে। আর এই জন্য রবিবার থেকে ৭ দিন রাতে ৬ ঘন্টার জন্য টিকিট পরিষেবা বন্ধ থাকবে।
ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ ও ১৫ নভেম্বরের মধ্যরাত থেকে এই পরিষেবা বন্ধ রাখা হবে। আর চলবে ২০ ও ২১ নভেম্বরের মধ্যে রাত পর্যন্ত। এই কয়দিন রাত সাড়ে ১১ টা থেকে ভোর সাড়ে ৫ টা পর্যন্ত বন্ধ থাকবে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (পিআরএস) ।
আরও পড়ুনঃ সিবিআই ও ইডি-র ডিরেক্টরদের মেয়াদ বেড়ে ৫ বছর, কেন্দ্রের অর্ডিন্যান্সে সম্মতি রাষ্ট্রপতির
এছাড়াও রেল এর পক্ষ থেকে আরও বিশেষ ভাবে জানানো হয়েছে, এই কয়দিন সেই সময়ে টিকিট কাটা তো যাবেই না, সঙ্গে ট্রেন ও সংরক্ষণ সংক্রান্ত খোঁজ নেওয়া এবং কোন টিকিট বাতিল করা যাবেনা। পুরো ব্যবস্থাটি বন্ধ থাকবে বলে সুস্পষ্টভাবে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অনলাইন বা অফ লাইন কোনভাবেই এই সময়ে টিকিট সংক্রান্ত কোন পরিষেবা দিতে পারবে না রেল কর্তৃপক্ষ। তবে এই সময়ে যে ট্রেন গুলো চলাচল করবে , সেই গুলোর নিদিষ্ট চার্ট বা তালিকা তৈরি করে আগে ভাগেই জানিয়ে দেবে বলে সূত্রের খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584