নব নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণ শিবির কালনা ২

0
113

শ্যামল রায়,কালনাঃ

রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পঞ্চায়েত নির্বাচনে নবনির্বাচিত সদস্য ও সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। সিঙেরকোন ঐকতান হল ঘরে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়, বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, সাংসদ সুনীল মণ্ডল ও বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু সহ অনেকে।
এই প্রশিক্ষণ শিবিরের উদ্দেশ্য সম্পর্কে তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায় জানিয়েছেন যে আগামী কিছুদিন বাদেই গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্য সদস্যরা তারা জনপ্রতিনিধি হিসেবে কাজ করবেন। তাই জনগণের প্রতি তাদের কি দায়বদ্ধতা এবং সরকারি কি ধরনের প্রকল্প রয়েছে সেইসব সম্পর্কে সম্যক ধারণা দিতেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও সরকারের কি কি ধরনের প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুযোগ সুবিধা কে বা কারা কিভাবে পেতে পারেন এবং কি ধরনের উপভোক্তারা সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন সে সম্পর্কেও বিস্তারিত ভাবে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব বর্গ।
বিস্তারিত ভাবে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব বর্গ।
এদিন কার সভায় আরও জানানো হয়েছে আগামী দিন সরকারিভাবেও এই সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। কারণ প্রশিক্ষণের মধ্যে দিয়ে সরকারি পরিষেবা কিভাবে জনগণের কাছে পৌঁছতে পারে তার সহজ সরলীকরণের জন্যই এই ধরনের প্রশিক্ষণের প্রয়োজন আছে। এদিন আটটি গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদের নির্বাচিত সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here