শিবশংকর চ্যাটার্জি,দক্ষিন দিনাজপুরঃ
গ্রামগঞ্জে প্রাথমিক চিকিৎসার সম্পর্কে সম্যক ধরনা না থাকায় বিভিন্ন সময় গ্রামের বাসিন্দারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন।তাই গ্রামগঞ্জে বিশেষত মহিলাদের মধ্যে প্রাথমিক চিকিৎসার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে দক্ষিণ দিনাজপুর জেলা কো-অপারেটিভ ব্যাঙ্ক ও সেন্টজন্স সোসাইটির যৌথ উদ্যোগে শুরু হল জেলার বিভিন্ন স্বনির্ভর দলের সদস্যদের নিয়ে শুরু হল একটি প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ শিবির।
এই শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, দক্ষিণ দিনাজপুর জেলা কো-অপারেটিভ ব্যাঙ্ক সোসাইটির চেয়ারম্যান বিপ্লব খাঁ সহ বিশিষ্ট জনেরা।
এই প্রশিক্ষণ শিবিরে জেলার বিভিন্ন স্বনির্ভর দলের ত্রিশজন সদস্য অংশ গ্রহন করছেন।
আরও পড়ুনঃ বন্ধ স্কুল,অসুস্থ পিতা,দাবদাহ উপেক্ষা করে আইসক্রিম বিক্রি পড়ুয়ার
উদ্যোক্তাদের দাবী,তাদের এই প্রশিক্ষণের প্রশিক্ষণ প্রাপ্তরা এই প্রশিক্ষণপ্রাপ্তরা আবার তাদের স্বনির্ভর দলের সদস্যদের প্রশিক্ষণ দেবেন তার ফলে বড় সংখ্যক মহিলাকে প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষিত করা যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584