শ্যামল রায়,পূর্বস্থলীঃ
বৃহস্পতিবার পূর্বস্থলী ২ নম্বর ব্লক কৃষি দফতরের উদ্যোগে এলাকার আমচাষীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো কিষাণমান্ডি তে। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ব্লক কৃষি অধিকর্তা জনার্দন ভট্টাচার্য ও জেলা হর্টিকালচার বিভাগের আধিকারিক পলাশ সরকার সহ অনেকে।
জানা গিয়েছে যে এলাকার আমচাষীদের নিয়ে এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে বাগান তৈরি করা যায় এবং আমের ফলন বাড়ানো যায় এবং সরকারিভাবেও কি কি সুবিধা পেতে পারে সেই সব নিয়ে এই প্রশিক্ষণ শিবিরে আলোচনা হয়।
প্রায় শতাধিক আমচাষি এই শিবিরে অংশগ্রহণ করেছিলেন ।সারাদিনব্যাপী প্রশিক্ষণ শিবিরে চাষীদের হাতে কলমে আম চাষ সম্পর্কে সম্যক ধারণা দেন আধিকারিকরা। আগামী দিন আরো আমচাষীদের প্রশিক্ষিত করার জন্য এই ধরনের প্রশিক্ষণ হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584