শহরের নস্টালজিয়া উসকে দিতে উদ্বোধন ‘ট্রাম লাইব্রেরি’-র, শুরু নয়া সফর

0
60

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

জেটগতির যুগে আগের মত লাইব্রেরিতে গিয়ে পাতা উলটে বই পড়ার অভ্যাস মানুষের গিয়েছে অনেক দিনই। এখন বিভিন্ন ওয়েবসাইট মারফত ই-লাইব্রেরি এক পলকেই মানুষের চোখের সামনে।

Tram library | newsfront.co

কিন্তু তবু একশ্রেণির মানুষ বরাবর আছেন, যারা নতুন-পুরনো যাঁরা বই খুঁজে নিতে আর পড়তে ভালবাসেন। তাদের জন্য এবার নয়া উদ্যোগ রাজ্য পরিবহণ নিগমের। বৃহস্পতিবার দুপুরে এসপ্ল্যানেড থেকে কলেজ স্ট্রিট হয়ে শ্যামবাজার রুটে এক বিশেষ ট্রামে চালু হল ‘লাইব্রেরি অন হুইলস’ বা ‘ট্রাম লাইব্রেরি।’

Tram library | newsfront.co

বস্তুত, ট্রাম একসময়ে শহরের অন্যতম পরিবহণ যান থাকলেও কালের নিয়মে এখন অনেকটাই মূল গুরুত্ব হারিয়েছে। এখন অনেকেই দ্রুতগতির বাস, ট্যাক্সি বা মেট্রো পছন্দ করেন। শহরের বিভিন্ন অলাভজনক রুটে ট্রামলাইন উঠিয়েও দেওয়া হয়েছে।

কিন্তু তবু কি ভাবে ট্রামের আয় বাড়ানো যায়, সেই বিষয়ে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাচ্ছে রাজ্য পরিবহণ নিগম। এর আগে এক কামরার এসি ট্রামও চালু করা হয়েছে। এবার শহরের নস্টালজিয়া উসকে দিতে হল ট্রাম লাইব্রেরির উদ্বোধন।

আরও পড়ুনঃ ১৬ ডিসেম্বরের মধ্যেই মিটিয়ে দিতে হবে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ, নির্দেশ স্যাটের

নিজের এলাকায় লাইব্রেরিতে গিয়ে বই পড়ার সময় সুযোগ না থাকলে ট্রামে সেই মানুষ পড়ে নিতে পারবেন বিভিন্ন রঙের বিভিন্ন স্বাদের বই। আধুনিক এই লাইব্রেরিতে থাকছে হরেক রকমের বইয়ের সঙ্গে ওয়াই-ফাইয়ের সুবিধাও। ইন্টারনেটের মাধ্যমে কোনও বই খুঁজে নিয়ে ই-বুক পড়ার সুবিধাও মিলবে সুসজ্জিত এই ট্রামে।

রাজ্য পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজেনবীর সিংহ কপূর বলেন, “ওই লাইব্রেরির জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে না যাত্রীদের। এসি ট্রামের ভাড়াতেই এই ট্রামে সফর করা যাবে।”

আরও পড়ুনঃ আজ থেকে কলকাতা বিমানবন্দরে চালু হবে ট্রানজিট করিডর

এখানে গল্প-উপন্যাস-ম্যাগাজিনের পাশাপাশি থাকবে সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার বইও। উদ্বোধনের প্রথম সপ্তাহে ট্রামের যাত্রীরা টিকিট কিনলেই পাবেন পেনও। রাজ্য পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, একেবারে বিদেশের মত এদেশেও এই ট্রামে বই পড়ে শোনানোর আসরের ব্যবস্থা করা হবে। ট্রামেই নিয়মিত বই উদ্বোধনের বিষয়টিও রাখা হবে।

এমনকী, নভেম্বর মাসে ট্রাম সাহিত্য উৎসবের আয়োজন করার পরিকল্পনাও রাখা হয়েছে। আর শ্যামবাজার থেকে এসপ্ল্যানেডের মধ্যে শহরের একাধিক স্কুল থাকায় তা আকর্ষণীয় হবে পড়ুষাদের কাছেও, এমনটাই আশা নিগম কর্তাদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here