শ্যামবাজার-এসপ্ল্যানেড রুটে শুরু হবে ট্রাম চলাচল

0
98

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

শহরবাসীর জন্য স্বস্তির খবর দিল রাজ্য পরিবহন দপ্তর। আগামী ১০ দিনের মধ্যেই শ্যামবাজার-এসপ্ল্যানেড রুটে ট্রাম চলাচল শুরু হতে পারে। রাজ্য পরিবহন দফতর সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

Kolkata Tram | newsfront.co
ফাইল চিত্র

শক্তিশালী ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে একাধিক জায়গায় ট্রামের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় সমস্যা দেখা দিয়েছিল। এমনকি সবক’টি রুটেই বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। তাই পরিষেবা বন্ধ করে দিতে হয়েছিল। লকডাউন শিথিল হওয়ার পরে ধাপে ধাপে মেরামতি শুরু হয়।

বর্তমানে কলকাতার মোট ছয়’টি রুটে ট্রাম চলাচল করে। এর মধ্যে চারটি রুটে ইতিমধ্যেই পরিষেবা সচল হয়েছে। বিধি মেনে প্রতিটি ট্রামকে ডিপোয় জীবাণুমুক্ত করা হচ্ছে।

আরও পড়ুনঃ আনলক ৪ পর্বে ফের খুলল বাগবাজারের মায়ের বাড়ি

পরিবহন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘পরিবহন দফতরের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড রুটের ওভারহেড তার মেরামতির মুখ্য কাজ শেষ হয়েছে। তবে, সামান্য কিছু কাজ বাকি রয়েছে। আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে তা স্বাভাবিক হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক হলে আগামী দশ দিনের মধ্যে ওই রুটে ট্রাম চলবে।’

আরও পড়ুনঃ ২১ সেপ্টেম্বর থেকে খুলবে না পশ্চিমবঙ্গের আইসিএসই স্কুলগুলি

পশ্চিমবঙ্গ পরিবহন দফতরের আধিকারিকের কথায়, ‘লকডাউন-আমপানের পর কোভিড স্বাস্থ্য বিধি বজায় রেখে টালিগঞ্জ-বালিগঞ্জ রুটে গত ১৪ জুন থেকে ট্রাম চলাচল শুরু হয়। এখন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ২৫ মিনিট অন্তর বিভিন্ন রুটে ট্রাম চলাচল করছে।’

কলকাতায় শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড অত্যন্ত ব্যস্ত একটি রুট। এই পথে ট্রাম চলাচল শুরু হলে এই সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে যাত্রীদের হয়রানি কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here