শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কলকাতা সহ গোটা বিশ্বের বেশ কিছু জায়গায় এখন ট্রাম চললেও দ্রুতগতির যুগে ধীরে ধীরে তা হারিয়ে যেতে বসেছে। কিন্তু একসময় গোটা বিশ্বেই বেশ গুরুত্বপূর্ণ স্থান ছিল এই বৈদ্যুতিক যানটির। তাই পুরনো দিনের ট্রাম সংরক্ষণে উদ্যোগী হল রাজ্য পরিবহণ নিগম।
মঙ্গলবার কলকাতা ট্রাম কোম্পানির ১৪০ তম বর্ষপূর্তির দিনেই গড়িয়াহাট ট্রাম ডিপোয় চালু হল ‘ট্রাম ওয়ার্ল্ড কলকাতা’। পুরনো কলকাতার কে এবং এল শ্রেণির ট্রাম-সহ বিভিন্ন আমলের মোট ১২টি ট্রাম নতুন ভাবে সাজিয়ে তৈরি হয়েছে ওই ট্রামের দুনিয়া। নতুন বছর ২০২১ সালে এমনই আরও ১২ টি ট্রাম নিয়ে আসা হবে।
শুধু কলকাতা নয়, ট্রাম ওয়ার্ল্ডে ঠাঁই পেতে চলেছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার ট্রামও।নতুন ভাবে সাজানো ওই ট্রামগুলিতে ট্রামের ইতিহাস এবং সেই দেশের ইতিহাস সম্পর্কে জানা যাবে।
বেশ কিছুদিন ধরেই পুরনো ট্রামের সাজসজ্জা বদলে ‘লাইব্রেরি অন হুইলস, হেরিটেজ ট্রাম পাটরানী এবং আরও বিভিন্ন ধরণের নিত্যনতুন ট্রাম নিয়ে আসছে ট্রাম কর্পোরেশন। এদিনের নয়া উদ্যোগ তারই অংশ বলে দাবি এই সংস্থার।
শুধু ইতিহাস জানাই নয়, পাশাপাশি ছবি দেখা, গান শোনা এবং আড্ডা দেওয়ার ব্যবস্থাও থাকবে। থাকছে ফুড জ়োন-ও। রাজ্য পরিবহণ নিগমের ডিরেক্টর রাজনবীর সিংহ কপূর বলেন, ‘‘আমরা এটিকে নিছক ট্রামের জাদুঘর বলছি না। ট্রাম সম্পর্কে জানার পাশাপাশি এখানে ট্রামের সঙ্গে সময়ও কাটানো যাবে।’’
ট্রামের দুনিয়ায় থাকছে ভিন্টেজ গাড়ির সংগ্রহও। এক টুকরো সাহেবি কলকাতার দেখা মিলবে সেখানে। কলকাতা ট্রাম কোম্পানি তৈরি হয়েছিল ১৮৮০ সালের ২২ ডিসেম্বর। সেই কারণেই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে ট্রাম ওয়ার্ল্ডের যাত্রা শুরুর জন্য।
আরও পড়ুনঃ দাঁতনে গোল্ডেন লাইন ইকো পার্কের উদ্বোধনে বিধায়ক বিক্রম প্রধান
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে ট্রামের এই দুনিয়া। টিকিটের দাম ৩০ টাকা। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিক লো। আর এইভাবে ট্রাম সংরক্ষণের মাধ্যমে ইতিহাস ধরে রাখতে চায় ট্রাম কর্পোরেশন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584