মোহনা বিশ্বাস, কলকাতাঃ
করোনা আবহের মধ্যেই আজ, সোমবার দেশজুড়ে পালিত হল রাখি বন্ধন উৎসব। ভাই-বোনের পবিত্র সম্পর্ককে আরও মজবুত করে তোলে এই উৎসব। এদিন ভাইয়ের মঙ্গল কামনায় বোন ভাইকে রাখি পড়ায়। তবে এবছর করোনা পরিস্থিতির কারণে রাখি বন্ধন উৎসবের অন্যরকম চিত্র ধরা পড়ল বেশ কিছু জায়গায়।

যেমন, এদিন কুমারটুলির মৃৎশিল্পীদের হাতে রাখি পড়ালেন রূপান্তরকামী বোনেরা। রুদ্রপলাশ ও হাওড়া কল্যাণপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির (ইয়ুথ ক্লাব) তরফ থেকে আজ সকালে কুমারটুলিতে এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল। এই উৎসবের আয়োজনে সহযোগিতা করেছে উমা ফাউন্ডেশন, কুমারটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতি, কুমারটুলি প্রগতিশীল মৃৎশিল্প ও সাজশিল্প সমিতি।

সামাজিক দূরত্ব বজায় রেখেই পালিত হল এই উৎসব। এদিন কুমারটুলিতে চায়না পালের গোলার সামনে মৃৎশিল্পী এবং তাঁদের সন্তানের হাতে রাখি পড়িয়ে দিলেন রাজ্যের প্রথম রূপান্তরকামী আইনজীবী তথা নৃত্যশিল্পী মেঘ সায়ন্তনী ঘোষ সহ অন্যান্য রূপান্তরকামী বোনেরা। রাখি বন্ধনের পাশাপাশি মৃৎশিল্পীদের হাতে নতুন বস্ত্র, খাদ্যসামগ্রী ও মাস্কও তুলে দেন তাঁরা।
আরও পড়ুনঃ অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হল রূপান্তরকামীদের ‘মিস্টার অ্যান্ড মিস্ ট্রান্স ট্যালেন্ট’
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখোপাধ্যায়, ক্যুইন্স এন্টারটেইনমেন্টের কর্ণধার তনবীর খান, আন্তঃরাষ্ট্রীয় মানবাধিকার সংগঠনের জেনারেল সেক্রেটরি অরূপ মুখোপাধ্যায় সহ আরও অনেকে। কুমারটুলির মৃৎশিল্পীদের কথায় এইভাবে রাখি বন্ধন উৎসব এর আগে পালন করেননি তাঁরা। রূপান্তরকামী বোনেদের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে খুশি কুমারটুলির মৃৎশিল্পীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584