আজ থেকে কলকাতা বিমানবন্দরে চালু হবে ট্রানজিট করিডর

0
92

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ট্রানজিট যাত্রীদের হয়রানি কমাতে এবার বিশেষ ব্যবস্থা নিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে কলকাতা বিমানবন্দরে চালু হচ্ছে ট্রানজিট করিডর। ২৪ হাজার বর্গফুটের এই করিডর ব্যবহার করে এক বিমান থেকে অন্য বিমানে উঠতে পারবেন যাত্রীরা। বিমানবন্দরের বাইরে আসার প্রয়োজন পড়বে না।

Kolkata Airport | newsfront.co

যে সব যাত্রী একটি শহর থেকে এসেছেন এবং অন্য একটি গন্তব্যে যাবেন, তাঁদের সাধারণত অনেক সময় কয়েক ঘণ্টা ধরে বসে থাকতে হয় বিমানবন্দরে। তারও আগে অ্যারাইভাল লাউঞ্জ থেকে তাঁদের যেতে হয় ডিপারচার লাউঞ্জ।

আরও পড়ুনঃ ৩০ সেপ্টেম্বর থেকেই আলিপুর চিড়িয়াখানায় চালু হচ্ছে অ্যাপ মারফত ই-টিকিট বুকিং

এত দিন পর্যন্ত অ্যারাইভাল থেকে ডিপারচার পর্যন্ত যেতে যাত্রীদের বিমানবন্দরের বাইরে যেতে হত। তার পর আবার নিরাপত্তা পরীক্ষা করিয়ে ডিপারচার লাউঞ্জে আসতে হত যাত্রীদের। তার জন্য অনেক হ্যাপা পোহাতে হত যাত্রীদের। সময়ও বেশি লাগত প্রায় এক ঘণ্টা।

আরও পড়ুনঃ লক্ষ্য বিধানসভা নির্বাচন! করোনা আবহেও বাংলায় প্রচুর কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার যাত্রীদের এই ভোগান্তি দূর করতে অ্যারাইভাল থেকে সরাসরি ডিপারচারে যাওয়ার ব্যবস্থা করেছে কলকাতা বিমানবন্দর। এতে সময় যেমন বাঁচবে তেমনই ঝামেলাও অনেকটাই কমবে যাত্রীদের।

জানা গিয়েছে, প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে এটি তৈরি করা হয়েছে। যার মধ্যে রয়েছে যাত্রীদের জন্য তিনটি স্বয়ংক্রিয় লিফট, দু’টি ব্যাগেজ এক্স-রে মেশিন এবং দেহ তল্লাশির তিনটি বুথ। ঘন্টা পিছু ৩০০ জন এই করিডর ব্যবহার করতে পারবেন। এতে উপকৃত হবেন প্রায় নয় হাজার যাত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here