সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ
কোভিড-১৯-র মারণ থাবার হাত থেকে বাঁচার জন্য প্রত্যেক বিশ্বের বেশিরভাগ দেশ শুরু করেছে লকডাউন। কিন্তু লকডাউন শিথিল হতেই দেখা গেছে অনেক জায়গাতে আরো বেশি করে সংক্রমণ ঘটেছে। ঠিক এমনি ছবি দেখা গেলো জার্মানিতে। তাদের দেশে যখন লকডাউনকে একটু শিথিল করেছিল প্রশাসন ঠিক সেই সময় ফের বাড়ছে সংক্রমণ। গোটা দেশে এখন করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭১ হাজার মানুষ। মৃত্যু হয়েছে সাড়ে সাত হাজার জনের। বিশ্বে করোনা আক্রান্ত ৪০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭৯ হাজার মানুষের।
কিন্তু এই পাশাপাশি অর্থনৈতিক অবস্থা কোমায় চলে গেছে সেটা বলার আর অপেক্ষা রাখে না। তাই দেশের অর্থনৈতিক দিককে আবার ঠিক রাখতে চাপ দেওয়া শুরু করেছিলেন জার্মানির ১৬টি রাজ্যের নেতারা।
আরও পড়ুনঃ মহড়া চলাকালীন নিজেদের রণতরীতেই মিসাইল হামলায় ১৯ নাবিকের মৃত্যু ইরানে
আর তার ফলে জার্মানির অ্যাঞ্জেলা মের্কেল সরকার এই লকডাউন কে শিথিল করে। দোকানপাটও খুলে দেওয়া হয়, এমনকি স্কুলও খুলে দেওয়া হয়। তারপরই করোনা সংক্রমণ গতি পেয়েছে।তারপর থেকেই করোনা রোগীর সংক্রমণ ঘটানোর হার বেড়েছে। আর তাতেই প্রমাণ হচ্ছে লকডাউন বিধি শিথিল হওয়ার পর জার্মানিতে সংক্রমণ খানিকটা বেড়ে গিয়েছে। এমনটা আশঙ্কা করেছিলেন একাধিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
তারা বলেন যে, “লকডাউন বিধি শিথিল হলে ধেয়ে আসতে পারে করোনার দ্বিতীয় ধাক্কা। ঠিক যেমনটা ঘটেছিল আমেরিকায়, একশো বছর আগে স্প্যানিশ ফ্লুয়ের সময়।” ফলে তাদের সরকার আবার নতুন করে এই লকডাউনকে গুরুত্ব দেবে বলে জানান। যতদিন না এর কোনো ভ্যাকসিন আবিষ্কার না হয় ততদিন এই লকডাউনই মানুষকে বাঁচাবে বলে দাবি তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584