ওয়েবডেস্কঃ
প্রখ্যাত কমেডিয়ান টিভি সঞ্চালক ট্রেভিস নোয়ার মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে ভারতে।
I’ve really always liked ur humour @Trevornoah. Really have. And we In India have a good sense of humour. This still crosses a line. We’ve lost our forces to terror attacks. Somehow it doesn’t sound as funny. #JustSaying #TheDailyShow pic.twitter.com/qknBmi6qfd
— Sonal Kalra (@sonalkalra) February 28, 2019
‘ডেইলি শো’ নামক এক টিভি প্রোগ্ৰামে তিনি মন্তব্য করেন, “ইন্ডিয়া ও পাকিস্তান যুদ্ধে যাবেনা। আর যদিও বা যায় তাহলে সম্ভবত সেটি হবে সর্বকালের অত্যন্ত চিত্তবিনোদনকারী যুদ্ধ।কারণ ভারতীয় সৈন্যরা যুদ্ধক্ষেত্রে গিয়ে গান করতে শুরু করবে Time for you to die… ”
তিনি হাস্যকর ভঙ্গীতে যা বলেন তার তর্জমা করলে দাঁড়ায় সে যুদ্ধ হবে বিনোদনমূলক, আর যদি যুদ্ধ হয় সেটি হবে দীর্ঘস্থায়ী, যুদ্ধের দৃশ্যগুলো হবে বলিউড সিনেমার দৃশ্যের মত, গান করতে করতে সৈনিকরা যুদ্ধ করবে।
It's amazing to me that my joke about the conflict in India and Pakistan trended more than the story of the actual conflict itself. Sometimes it seems like people are more offended by the jokes comedians make about an issue than the issue itself.
— Trevor Noah (@Trevornoah) March 2, 2019
তার এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে সমালোচনার ঝড় ওঠে।
আরও পড়ুনঃবালাকোটায় কত প্রাণহানি হয়েছে সে বিষয়ে সরকার তথ্য দিতে পারবেঃআইএএফ চিফ
প্রত্যুত্তরে বিবিসির এই সঞ্চালক টুইট করে বলেন, “যুদ্ধ নিয়ে যত আলোচনা হয়েছে তার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আমার মন্তব্য! তবে কাউকে আঘাত করার জন্য কথাটি বলিনি আমি। কেউ যদি আঘাত পেয়ে থাকে সেজন্য দুঃখিত।” তিনি বলেন ভারতীয় রাজনীতি নিয়ে কৌতুকের প্রথা সেভাবে চালু না হওয়ায় ভারতীয়রা এটা মেনে নিতে পারেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584