ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে জোকস করে ক্ষমা চাইলেন কমেডিয়ান ট্রাভিস নোয়া

0
109

ওয়েবডেস্কঃ

প্রখ্যাত কমেডিয়ান টিভি সঞ্চালক ট্রেভিস নোয়ার মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে ভারতে।

‘ডেইলি শো’ নামক এক  টিভি প্রোগ্ৰামে তিনি মন্তব্য করেন, “ইন্ডিয়া ও পাকিস্তান যুদ্ধে যাবেনা। আর যদিও বা যায় তাহলে সম্ভবত সেটি হবে সর্বকালের অত্যন্ত চিত্তবিনোদনকারী যুদ্ধ।কারণ ভারতীয় সৈন্যরা যুদ্ধক্ষেত্রে গিয়ে গান করতে শুরু করবে Time for you to die… ”

তিনি হাস্যকর ভঙ্গীতে যা বলেন তার তর্জমা করলে দাঁড়ায়  সে  যুদ্ধ হবে বিনোদনমূলক, আর যদি যুদ্ধ হয় সেটি হবে দীর্ঘস্থায়ী, যুদ্ধের দৃশ্যগুলো হবে বলিউড সিনেমার দৃশ্যের মত, গান করতে করতে সৈনিকরা যুদ্ধ করবে।

তার এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে সমালোচনার ঝড় ওঠে।

আরও পড়ুনঃবালাকোটায় কত প্রাণহানি হয়েছে সে বিষয়ে সরকার তথ্য দিতে পারবেঃআইএএফ চিফ

প্রত্যুত্তরে বিবিসির এই সঞ্চালক টুইট করে বলেন, “যুদ্ধ নিয়ে যত আলোচনা হয়েছে তার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আমার মন্তব্য! তবে কাউকে আঘাত করার জন্য কথাটি বলিনি আমি। কেউ যদি আঘাত পেয়ে থাকে সেজন্য দুঃখিত।” তিনি বলেন ভারতীয় রাজনীতি নিয়ে কৌতুকের প্রথা সেভাবে চালু না হওয়ায় ভারতীয়রা এটা মেনে নিতে পারেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here