ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
করোনা আক্রান্তের চিকিৎসা করার খবর পেয়ে গোটা নার্সিংহোমকেই কোয়ারেন্টাইনের নির্দেশ জারি করল স্বাস্থ্য দফতর।
সংবাদ সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত শেওড়াফুলির বাসিন্দা ৭৭ বৃদ্ধ বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত চন্দননগরের ইউনাইটেড নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন।
রবিবার রাতে কলকাতার বেসরকারি হাসপাতালে প্রবল জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। প্রথম থেকেই তাকে ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়। বৃদ্ধের পরিস্থিতি বাড়াবাড়ি দেখে রবিবার রাতেই তার নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছিলো নাইসেডে। তারপরই নমুনা করোনা পজিটিভ আসে।
এই ঘটনার পরে স্বাস্থ্য দফতর খোঁজ নিয়ে জানতে পারে চন্দননগরের এই নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন এই আক্রান্ত,তারই পরিপ্রেক্ষিতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গোটা নার্সিংহোমটিকেই করেন্টাইন ঘোষণা করে স্বাস্থ্য দফতর।
যারা ওই হাসপাতালের ভেতরে আছেন তারা বাইরে বেরোতে পারবেন না। আর নতুন করে রুগী ভর্তি নিতেও পারবেন না। এই সম্পর্কিত নোটিশ নার্সিংহোমের বাইরে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সাঁটিয়ে দেওয়া হয়েছে এবং নার্সিংহোম কর্তৃপক্ষকেও জানিয়ে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584