নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে এবং সবুজায়ন কে ধরে রাখতে এবার গাছ লাগানোর উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ট্রি ব্যাংক ৷ প্রসঙ্গত বেশ কয়েক মাস আগে ঘূর্ণিঝড় বুলবুল ও আমপানের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাছপালা ৷ সেই ক্ষতিপূরণ সামাল দিতেই এই উদ্যোগ নিল কোলাঘাট ট্রি ব্যাংক ৷
মূলত দূষণমুক্ত করার লক্ষ্যে সবুজায়ন কে বাঁচিয়ে রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কোলাঘাট ট্রি ব্যাংকের কর্মকর্তা সুজন বেড়া ৷ তিনি আরও বলেন কোলাঘাট ব্লকের যে ১৩ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই ১৩ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় কমিটি ভাগ করে দেয়া হয়েছে, সেইসব এলাকায় গাছ লাগানোর জন্য ৷
আরও পড়ুনঃ গান বেঁধে করোনা যোদ্ধাদের সম্মান প্রদর্শন স্বাস্থ্যকর্মীর
পাশাপাশি শুধু গাছ লাগালে হবে না পরিচর্যা করতে হবে,সেই কথা মাথায় রেখে আমরা ধাপে ধাপে বিভিন্ন কমিটি গঠন করছি যাতে এই কমিটি গাছের পরিচর্যা সহ গাছ লাগিয়ে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে পারে ৷ অন্যদিকে বর্তমানে দেখা যাচ্ছে গাছপালা কেটে দেওয়ার ফলে বহু পাখি তাদের বাসস্থান হারিয়ে ফেলছে ফলে লুপ্ত হয়ে যাচ্ছে ৷ তাদেরকে রক্ষা করার লক্ষ্যে এবং তাদের আশ্রয়ের তাগিদেই এই উদ্যোগ নিয়েছি আমরা ৷
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দফতরের আর্থিক সহযোগিতায় গড়া হচ্ছে নল বাহিত জল প্রকল্প
অন্যদিকে কোলাঘাট ট্রি ব্যাংকের আরেক কর্মকর্তা রাজু বেরা জানান, সবুজায়ন কে ধরে রাখতেই এই ট্রি ব্যাংক সংগঠন তৈরি করা হয়েছে ৷ আমরা আমাদের গোটা এলাকাকে সবুজায়নে ভরিয়ে দিতে চাইছি যাতে এলাকার মানুষ সুরক্ষিত থাকে এবং দূষণমুক্ত হয় ৷
পাশাপাশি গাছ লাগানোর বার্তাও দিচ্ছি আমরা, আর এই উদ্যোগ নিয়ে যথেষ্ট খুশি হয়েছে ব্লক প্রশাসন থেকে শুরু করে এলাকার সমাজসেবী মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584