নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ
“একটি গাছ একটি প্রাণ”- এই স্লোগানকে সামনে রেখে অরণ্য সপ্তাহ উদযাপন করল মেদিনীপুর শহরের স্বনামধন্য সমাজসেবী সংস্থা হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি।
সংস্থার উদ্যোগে মেদিনীপুর শহরের মহাতাবপুরে ব্লাইন্ড মাদ্রাসার পার্শ্ববর্তী জায়গায় এবং পালবাড়িতে সংস্থার সভাপতি দিলীপ মান্না ও সদস্যা মৌসুমী মান্নাদের বাগানবাড়িতে চারাগাছ রোপণের পাশাপাশি চারাগাছগুলোকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নেওয়া হয় এদিনের এই কর্মসূচিতে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি দিলীপ মান্না সম্পাদিকা সুদীপ্তা চক্রবর্তী কার্যকরী সভাপতি রাজশ্রী মন্ডল কোষাধক্ষ্য ষোড়শী সিংহ, সমাজসেবী মনিকাঞ্চন রায়, নরসিংহ দাস, সঙ্গীতা সিংহ, শর্মিলা কোলে, মৌসুমী মান্না, সুমন চ্যাটার্জি কল্যাণ কর সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ প্রবল বৃষ্টির জেরে মহারাষ্ট্রে ভয়াবহ ভূমিধস, মৃত ৩৬
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584