আমফানের ক্ষতি সামাল দিতে ম্যানগ্রোভ রোপণের সূচনা

0
52

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

রাজ্যে বনমহোৎসব এর সূচনা হলো। বুলবুল ও আমফানের প্রবল ঝড়ে ব্যাপক ভাবে ক্ষতি হয়েছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষতিপূরণের জন্য সারা সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ গাছের চারা বসানোর জন্য নির্দেশ দিয়েছেন। আগামী দু’মাসের মধ্যেই ৫কোটি ম্যানগ্রোভ চারা সুন্দরবনের এগারটি ব্লকের ২৫০০হেক্টর জমিতে বসানো হবে । নদীর ফাকা চর গুলিতে, এই ম্যানগ্রোভ বসানো হচ্ছে।

Tree plantation | newsfront.co
নিজস্ব চিত্র

পাশাপাশি সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে যেখানে ফাঁকা জায়গা রয়েছে সেখানেও এই গাছ বসানো হবে । আগামী দু’মাসের মধ্যে শেষ হবে এই কাজ । আগামী দু মাস সুন্দরবনের ম্যানগ্রোভ চারা বসানোর কাজে ৮ লক্ষ ১২ হাজার শ্রমিক নিয়োগ করা হবে । গ্রামের অসংখ্য শ্রমিক মজুর পাশাপাশি পরিযায়ী শ্রমিকরা ও যাতে খেতে খামারে কাজ করতে পারলে অনেক গ্রামীণ মহিলা এবং পুরুষ উপকৃত হবেন।

Tree distribute | newsfront.co
নিজস্ব চিত্র

এই ম্যানগ্রোভ লাগানোর পাশাপাশি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এবং ২৪পরগনা বনবিভাগ দক্ষিণের পক্ষে প্রায় দেড় লক্ষ নারিকেল চারা সঙ্গে আম, জাম, কাঁঠাল, সফেদা গাছের চারা বিতরণ করা হচ্ছে। চলবে দুমাস ধরে ,আজ তার সূচনা হলো। সুন্দরবনের দুলকি গ্রামের পাশে বিদ্যা নদীর এক কিলোমিটার চরে ম্যানগ্রোভ বা বাদাবন গাছের চারা বসানো হলো।

আরও পড়ুনঃ রায়গঞ্জে মানুষকে সচেতন করতে কড়া দাওয়াই প্রশাসনের

এখানকার গ্রামীণ মহিলা এবং পুরুষ শ্রমিকদের সঙ্গে গাছ বসালেন বনদপ্তর এর আধিকারিকরা। সুন্দরবনের বিদ্যাতে গ্রামবাসীদের মধ্যে নারিকেল চারা ও বিতরণ করা হয়েছে আজ ।এই বনমহোৎসব এর উদ্দেশ্য এবং ম্যানগ্রোভ লাগানোর যে কাজ শুরু হয়েছে সে সম্পর্কে আমাদের জানালেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা ডক্টর সুধীরচন্দ্র দাস ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here