জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
প্রত্যেক রবিবারের ন্যায় এই রবিবারও আয়োজিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। এর পাশাপাশি জনসংখ্যা দিবস উপলক্ষে বহরমপুর একত্মা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করল সংস্থা। বর্তমান পরিবেশ পরিস্থিতির প্রয়োজনীয়তাকে মাথায় রেখে এবং জনসংখ্যার বৃদ্ধির সাথে সামঞ্জস্য বজায় রাখতেই এই উদ্যোগ।
ঘরে ঘরে প্রতিটি মানুষকে বৃক্ষরোপন নিয়ে সচেতনতার বার্তা পৌঁছিয়ে দিতে চাইছেন এই একাত্মা স্বেচ্ছাসেবী সংগঠন। করোনাকালে বহরমপুর শহরের মোহনা বাসস্ট্যান্ড এলাকায় সচেতনতা বৃদ্ধিকে কেন্দ্র করে পালিত হল বৃক্ষদান কর্মসূচি। পথ চলতি মানুষদেরও গাছের চারা বিলি করা হয় এই দিন।
আরও পড়ুনঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মোষের গাড়ি চালিয়ে প্রতিবাদ বিধায়ক হুমায়ুন কবীরের
আজ রবিবার বৃক্ষরোপন করা হল মনিন্দ্র নগর উচ্চবালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণেও। একত্মার সভাপতি দেবজ্যোতি শীল জানান, ভাগীরথীর তীর বরাবর বিভিন্ন ফাঁকা স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584