নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
শ্রাবণী মেলা লোকসংস্কৃতি ও পর্যটন উৎসব, ২০২০ এবং রঘুনাথপুর সার্বজনীন দুর্গা পূজা কমিটির (অফিসার্স ক্লাব)যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।
রবিবার এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক ( আই. সি)শ্রী পলাশ চট্টোপাধ্যায় মহাশয়, অফিসার্স ক্লাবের সভাপতি মাননীয় শ্রী শংকর সেন মহাশয় এবং সহ-সভাপতি শ্রী প্রশান্ত সরকার মহাশয় ও ক্লাবের অন্যান্য সকল সদস্য বৃন্দ।
পলাশফুল , কনকচাঁপা , গন্ধরাজ ফুল , বকুলফুল , কদমফুল , আমলকি, আম, বেল, ছাতিম, ঝাউ গাছ, ক্রিসমাস ট্রি, জামরুল, চালতা, কামরাঙ্গা, কুল, জাম ,কাঁঠাল, দেবদারু প্রভৃতি গাছ লাগানো হয় ।
আরও পড়ুনঃ অস্থায়ী থানা তৈরি করে মানুষের সমস্যা সমাধানে তৎপর ওসি
প্রতিটি গাছের যাতে সঠিকভাবে পরিচর্যা করা হয় তার জন্য যেসব ক্লাবের সদস্য গাছগুলি লাগায় তাদেরকেই নিজেদের লাগানো গাছগুলির পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584