নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা আবহে ব্যাঙ্ক ডে ও ডক্টরস ডে‘তে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হল মালদহের সামসিতে। ব্যাঙ্ক ডে উপলক্ষে সামসি এগ্রিল হাই স্কুলে স্টেট ব্যাঙ্কের তরফে বুধবারের এই বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামসি শাখার উদ্যোগে সামসি এগ্রিল হাইস্কুলে লাগানো হয় শতাধিক গাছ। যার মধ্যে রয়েছে দেবদারু থেকে শুরু করে নানা ফল ও ফুলের গাছ।
এদিন সামসি এগ্রিল হাই স্কুলে ওই কর্মসূচিকে ঘিরে কার্যত চাঁদের হাট বসেছিল। সামাজিক দূরত্ববিধি মেনে সেখানে হাজির ছিলেন এলাকার সর্বস্তরের বিশিষ্টজন। যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সামসি ফাঁড়ির অফিসার ইনচার্জ মৃনাল চট্টোপাধ্যায়, সামসি এগির্ল হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি শিবপ্রসাদ সাহা, প্রাক্তন সভাপতি স্বপন সরকার, প্রাক্তন সম্পাদক তাপস সাহা সহ অনেকে।
আরও পড়ুনঃ ডক্টরস ডে পালন কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের
ব্যাঙ্ক ম্যানেজার অনিরুক্ষ ব্যানার্জী বলেন, ‘পরিবেশকে সুস্থ রাখতে গাছের ভূমিকা অনস্বীকার্য। তাই এদিন ব্যাঙ্ক ডে উপলক্ষে এই কর্মসূচি নেওয়া হয়।’ সামসি এগ্রিল হাইস্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পাণ্ডে বলেন, ‘ব্যাঙ্ক বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের স্কুলকে বেছে নেওয়ায় আমরা খুশি। এতে স্কুলের পরিবেশ, সৌন্দর্য আরও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584