নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জ এবং বীরপাড়া থানার যৌথ উদ্যোগে বীরপাড়া শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করা হয়। এদিন বীরপাড়া রেলস্টেশন, হাসপাতাল, চৌপথি সহ বিভিন্ন জায়গায় প্রায় ৬০ টি চারাগাছ রোপন করা হয়।
উপস্থিত ছিলেন বীরপাড়া থানার ওসি পালজার ভুটিয়া, বনদফতরের দলগাঁও রেঞ্জের রেঞ্জার দোরজি শেরপা সহ অন্যান্যরা। পাশাপাশি একই ব্লকের মাদারিহাটেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারিহাটের দিলীপ দাস,মিঠুন দাস,মনোজ দাস,সুদীপ দাস সহ কতিপয় স্থানীয় যুবক মিলে নিজ অর্থে মাদারিহাটের বিভিন্ন এলাকায় চারা গাছ রোপন করেন।
আরও পড়ুনঃ আগামীকাল থেকে রাস্তায় নামছে বেসরকারি বাস, জানালো বাস মালিক সংগঠন
এছাড়া অ্যাসোসিয়েশন ফর কঞ্জার্ভেশন নামে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে ১০০ দিনের কাজের শ্রমিকদের মাধ্যমে বৃক্ষরোপন করা হয়। সেখানে বনদফতরের পক্ষে উপস্থিত ছিলেন বীট অফিসার চিরঞ্জীত পাল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584