নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বট পাকুর গাছের বিয়ে দিয়ে আরও নতুন গাছ লাগালেন অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীদের একাংশ। মঙ্গলবার দুপুরে এই বট ও পাকুর গাছের বিয়ে দেওয়া হয়েছে। বট গাছের বিয়েতে পাত্রপক্ষের থেকে ‘বাবা’ হয়েছিলেন দিলীপ কর্মকার। পাকুর গাছের কনে পক্ষের ‘বাবা’ হয়েছিলেন ভবেশ দাস।
এই গাছগুলি তিন বছর আগে লাগিয়েছিল রায়গঞ্জের পশুপ্রেমী সংস্থা ‘পিপলস ফর অ্যানিমেল’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার এই বট-পাকুরের বিয়ের অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশুপ্রেমী সংস্থার গৌতম তান্তিয়া।
আরও পড়ুনঃ নওদায় চালু ভ্রাম্যমাণ থানা
বিয়ের অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। গৌতমবাবু জানান, বট-পাকুর গাছের বিয়ে নিয়ে বহু যুগ ধরে কিছু কুসংস্কার চলে আসলেও এই গাছগুলি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার যথেষ্ট উপযোগী। এই কারণে গাছগুলিকে রক্ষা করা মানুষের কর্তব্য। এদিন রায়গঞ্জ, হেমতাবাদ সহ আরও এলাকায় কিছু নতুন গাছ লাগিয়েছেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584