বনসৃজন প্রকল্পের মধ্য দিয়ে বৃক্ষরোপণ শুরু

0
402

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

আমপান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকায় গাছ বহু নষ্ট হয়েছে। ধীরে ধীরে বিপন্ন হয়ে পড়ছে বসুন্ধরা। ম্যানগ্রোভ ধ্বংসের ফলে ইতিমধ্যে বসুন্ধরা সঙ্কটে। তার উপর বুলবুল ও আমপান নষ্ট করেছে বহু ছোট বড় গাছ। প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করতে বনসৃজন প্রকল্পের মধ্য দিয়ে গাছ বসানো শুরু করলো ডায়মন্ড হারবার দুনম্বর ব্লক পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত।

mans | newsfront.co
অরুময় গায়েন,স্থানীয় তৃণমূল নেতা। নিজস্ব চিত্র

ডায়মন্ড হারবার দুনম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ১লক্ষ ৭৪ হাজার গাছ বসানো হচ্ছে বিভিন্ন এলাকায়। মাথুর গ্রাম পঞ্চায়েতের পাটজানা গ্রামে বসানো হয়েছে ৬০০ গাছ। খালের দুই ধার থেকে রাস্তার দুধারে বসানো হচ্ছে গাছ।

tree | newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়া নদীর বাঁধ,পুকুর পাড় অথবা কারোর বাগানে বসানো হবে বনসৃজন প্রকল্পের গাছ। প্রতিবছর বনসৃজন প্রকল্পের গাছ বসানো হয়। তবে বেশি করে বসানো হবে চলতি বছরে। গ্রামের মহিলা, পুরুষরা একত্রিত ভাবে কাজ করবে। ১০০ দিনের মধ্য দিয়ে গাছ বসাচ্ছে প্রশাসন।

womens | newsfront.co
চলছে গাছ লাগানো। নিজস্ব চিত্র

ডায়মন্ড হারবারের তৃণমূল দুনম্বর ব্লক সভাপতি অরুময় গা‌য়ে‌নের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বনসৃজন প্রকল্পে জোর দেওয়া হয়েছে। আমপানের ফলে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে গ্রামে গ্রামে।আর বেশি গাছ দেওয়ার কথাও জানান তিনি। যদিও এমন উদ্দ্যোগে প্রশ্ন তুলেছে বিজেপির জেলা সহসভাপতি সুফল ঘাঁটু।

আরও পড়ুনঃ সাগরপাড়ায় মন্দিরে চুরি

বিজেপি নেতার বক্তব্য, “একটি ব্লকে যদি এত গাছ দেওয়া হয়, তাহলে ২৯টি ব্লকে কত হবে? প্রতিবছরতো গাছ দেওয়া হয়, তাহলে সেগুলো কোথায় গেল? আসলে আমপানের কাটমানির পর এবার বনসৃজনে কাটমানি খাওয়া হচ্ছে। ” মানুষ তা বরদাস্ত করবেনা বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here