নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের বৃক্ষরোপণ সপ্তাহ ২১ থেকে ২৭ তারিখ পর্যন্ত যে কর্মসূচির আয়োজন করা হয়েছে তার আনুষ্ঠানিক সূচনা হলো বুধবার।
এদিন দাঁতন ২ নম্বর ব্লকের পক্ষ থেকে কেশম্ভা হাই স্কুলে একটি বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।এছাড়াও সারা ব্লক জুড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ব্যানার হাতে ছাত্র ছাত্রীরা একটি প্রচার পদযাত্রার আয়োজন করে এতে অংশগ্রহণ করেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপান্বিতা পাত্র,জেলা পরিষদের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের কর্মাধক্ষ শৈবাল গিরি,কেশম্ভা হাই স্কুলের প্রধান শিক্ষক কার্তিক আচার্য ও ব্লক স্তরের বিভিন্ন কর্মীবৃন্দ।
এদিন স্কুলের চারিদিকে বৃক্ষরোপণ করা হয় বৃক্ষরোপন করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক জেলা পরিষদের কর্মাধক্ষ ও স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584