কচিকাঁচাদের নিয়ে বনসৃজন ও বৃক্ষ রোপন কর্মসূচি কালিয়াগঞ্জে

0
190

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

tree planting workshop in kaliganj | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের কলেজপাড়ার নিবেদিতা অ্যাকাডেমির কচিকাঁচা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের কর্মীরা মিলে শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে হাতে প্লাকার্ড নিয়ে কচিকাঁচাদের কাতর আহ্বান ‘সেভ ট্রি সেভ লাইফ’ বলতে বলতে কালিয়াগঞ্জ কলেজপাড়ার নিবেদিতা অ্যাকাডেমি বিদ্যালয়ে পথ পরিক্রমা শেষ করে।বিদ্যালয়ের পার্শ্ববর্তী রাস্তায়
বৃক্ষরোপন করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার।

tree planting workshop in kaliganj | newsfront.co
বৃক্ষরোপণ ।নিজস্ব চিত্র

বৃক্ষরোপনে অংশ গ্রহন করেন নিবেদিতা অ্যাকাডেমির প্রিন্সিপাল জিবেশ কুমার রক্ষিত,কালিয়াগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক প্রসূন কুমার দাস।বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ গ্রহন করেন বিদ্যালয়ের শিক্ষিকা সুপ্রিয়া দাস,অনন্যা সরকার,মেনকা রাই,সোমা মোদক,সুপ্রিয়া চক্রবর্তী,নন্দিনী চ্যাটার্জি সহ বেশ কিছু শিক্ষিকাগন।

tree planting workshop in kaliganj | newsfront.co
নিজস্ব চিত্র

নিবেদিতা অ্যাকাডেমির কর্নধার প্রসূন কুমার দাস বলেন,”সম্প্রতি আমাজনের ভয়ঙ্কর ঘটনার কথা আমরা সবাই জানি।পৃথিবী যেখান থেকে পায় চল্লিশভাগ অক্সিজেন পেয়ে থাকে।আজ অক্সিজেনের ঘাটতি অবশ্যই হবে বলে আমাদের মনে হয়।

আরও পড়ুনঃ বিশ্ব পরিবেশ দিবসে লক্ষাধিক বৃক্ষ রোপনের কর্মসূচি

তাই আমাদের সবাইকে সতর্ক হতে হবে পরিবেশ সম্পর্কে।আমাদের সবাইকে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ করে অক্সিজেন ধরে রাখতে হবে।আর সেই কারণেই আমাদের আজকের এই ক্ষুদ্র উদ্যোগ।ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু থেকেই সিন্ধু হয়।

যে ভাবে গাছ লাগানোর পরেও বৃক্ষ রাক্ষসেরা গাছকে ধ্বংস করছে তা আমাদের ভাবিয়ে তুলেছে।আমাদের আজ গাছ ধংস কারীদের বিরুদ্ধে সবাইকে এগিয়ে এসে পরিবেশকে বাঁচানোর শপথ নিতে হবে।” আজকের এই বৃক্ষরোপন কর্মসূচিতে কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের কচিকাঁচাদের দ্বারা পরিবেশ সচেতনতার উপর একটি নাটক “মেঘ বালিকা”নাটক মঞ্চস্থ হয়।

আজকের নিবেদিতা একাডেমির পরিবেশ বাঁচাও কর্মসূচিটি ছিল সব দিক দিয়েই অত্যন্ত সুন্দর।আনুমানিক দুই শতাধিক কচিকাঁচারা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here