নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
দিন দিন ধংসের মুখে চলে যাচ্ছে গাছ। আমাদের বেঁচে থাকার একমাত্র উপায় বৃক্ষ রোপন করা । এই গাছই অক্সিজেনের জোগান দেয় আমাদের শরীরে। এবার গাছের উপকারিতা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী হল এক দম্পতি।
আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের চড়াইমহল এলাকায় এক বৌভাত অনুষ্ঠানে সাধারণ মানুষের হাতে চারাগাছ তুলে দিয়ে সচেতন করল দম্পতি। বারবিশার প্রত্যন্ত এলাকা চড়াই মহলে সুকান্ত দাস ও সেবিকা দাসের বৌভাত অনুষ্ঠানে নতুন এই কর্মোদ্যোগ কে প্রশংসা জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এদিন তাঁদের পরিবারের সহযোগীতায় প্রায় বারোশো চারা গাছ বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ কোচবিহারে হেপাটাইটিস বি ও সি প্রতিরোধে সচেতনতামূলক প্রচার
এই বিষয়ে এলাকার বাসিন্দা জয় শংকর দাস বলেন, সত্যিই এটি অভিনব উদ্যোগ এই উদ্যোগ সাধারণ মানুষের প্রতিটি কর্মসূচিতে নেওয়া দরকার। এই বিষয়ে নববধূ সেবিকা দাসও জানান, পৃথিবীতে উষ্ণায়ন দেখা দিতে পারে যাতে আমরা এই সমস্যার সম্মুখীন না হই সে কারণে পরিবার পক্ষ থেকে আমাদের বৌভাত অনুষ্ঠানে চারাগাছ বিতরণ করা হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584