নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনা আবহে এ এক অভিনব উদ্যোগ। বিয়ের প্রীতিভোজে অতিথিদের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ। শুধু তাই নয় অতিথিদের দেওয়া হয় রোগ প্রতিরোধকারী ওষুধ আর্সেনিক অ্যালবাম। বিষয়টি অবাক লাগলেও সত্যি। ঘটনাটি ঘটেছে গড়বেতায় বিয়ের এক প্রীতিভোজের আসরে।

দুই স্বেচ্ছাসেবী সংস্থা শালবনীর “ছত্রছায়া” ও গড়বেতার “দিশারী'”র সহযোগিতায় চারাগাছ রোপণ ও আমন্ত্রিত অতিথিদের হাতে আর্সেনিকাম অ্যালবাম-৩০ ওষুধ তুলে দেওয়া হয়। সবুজায়ন ও করোনা প্রতিরোধে সচেতনতার বার্তা দিতেই এই উদ্যোগ নিলেন মাইক্রো ফাইনান্স সংস্থায় কর্মরত যুবক সুশান্ত প্যারিয়াল।

করোনা আবহের মধ্যে গত বৃহস্পতিবার সীমিত সংখ্যক আত্মীয় ও অতিথির উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গড়বেতার পাণিকোটর নলপা গ্রামের কৃষক রামজয় প্যারিয়াল ও লক্ষ্মী প্যারিয়ালের পুত্র সুশান্ত প্যারিয়াল এবং গড়বেতার ধাধিকা এলাকার নরসিংহপুর গ্রামের বাসিন্দা উদয় মুখার্জি ও কাজল মুখার্জির কন্যা সোমা মুখার্জি।
আরও পড়ুনঃ করোনা যোদ্ধাদের নিয়ে সংস্থা গড়ল পুলিশ ও স্বাস্থ্য দফতর
শুক্রবার দুপুরে সরকারি বিধি মেনে সীমিত সংখ্যক অতিথির উপস্থিতিতে প্রীতিভোজ অনুষ্ঠান হয় সুশান্ত বাবুদের বাড়িতে। সেখানেই অতিথিদের উপস্থিতিতে নবদম্পতি চারাগাছ রোপণ করেন। পাশাপাশি ছত্রছায়া সংস্থার সহযোগিতায় অতিথিদের হাতে মানব শরীরে রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধিকারী হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিকাম অ্যালবাম-৩০ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়বেতা- ১ নং ব্লকের জয়েন্ট বিডিও বিশ্বনাথ ধীবর সহ অন্যান্য অতিথিরা। প্রীতিভোজ অনুষ্ঠানে,এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। এদিনের প্রীতিভোজ অনুষ্ঠানে ছত্রছায়ায় পক্ষে নুতন ঘোষ,মালা মুর্মু,দেবাশিস মন্ডল, প্রশান্ত মাইতি,আপু কোয়াড়ী, কৃষ্ণেন্দু দোলাই, অঞ্জন ঘোষাল, দিশারীর পক্ষে সিম্পা নন্দন, সুদীপ ঘটক, শেখর পালোধী, হিমাদ্রী ঢালি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন স্থানীয় এলাকার তিনটি গ্রামে ছত্রছায়ায় পক্ষ থেকে আর্সেনিকাম অ্যালবাম-৩০ বিতরণ করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584