স্পোর্টস ডেস্কঃ
ট্রেন্ট বোল্টের হ্যাটট্রিকে প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৪৭ রানে জয়লাভ করল নিউজিল্যান্ড।
রস টেলরের ৮০ ও উইকেটকিপার লাথামের ৬৮ রানের সুবাদে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৬ রান তোলে। পাকিস্তানের হয়ে সাহিন আফ্রিদি ৮ ওভারে ৪৬ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে ম্যাচের তৃতীয় ওভারেই কোমর ভেঙে যায় পাকিস্তানের।সৌজন্যে ট্রেন্ট বোল্টের হ্যাটট্রিক।পরপর তিন বলে তিনি ফিরিয়ে দেন ফকর জামান, বাবর আজম ও মহম্মদ হাফিজকে। তারপর ইমামুল হক(৩৪) ও শোয়েব মালিক(৩০) হাল ধরলেও তারা আউট হওয়ার পর পাকিস্তানের হার ছিল শুধু সময়ের অপেক্ষা। পরের দিকে অধিনায়ক সরফরাজ(৬৪) ও ইমাদ ওয়াসিম(৫০) একটা ছোট লড়াই দেওয়ার চেষ্টা করলে তা ব্যর্থ হয়।পাকিস্তান ৪৭.২ ওভারে ২১৯ রানে অলআউট হয়ে যায়।নিউজিল্যান্ড ৪৭ রানে জয়লাভ করে।
উল্লেখ্য,ড্যানি মরিসন ও শেন বন্ডের পর ট্রেন্ট বোল্ট হলেন একমাত্র বোলার যিনি নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে হ্যাটট্রিক করলেন।
(ফিচার ছবি-Newshub Sport)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584