বৃষ্টি বিঘ্নিত টেস্ট ম্যাচে তৃতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত

0
64

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

বার বার বৃষ্টি বিঘ্নিত ট্রেন্টব্রিজ টেস্ট! নজর কাড়ল কে এল রাহুলের ৮৪ রানের ইনিংস। একপ্রান্ত তিনি ব্যাটিং নির্ভরতা দিলেন। অন্যদিকে জাদেজার অর্ধশত রান ও শেষ উইকেট সিরাজ ও বুমরাহ ৩৩ রানের পার্টনারশিপে ভারত ২৭৪ রানে পৌঁছায়। ইংল্যান্ডের সফল বোলার রবিনসন। ২০ ওভার হাত ঘুরিয়ে ৭০ রান দিয়ে ৫ উইকেট পান।

IND vs ENG Test
ছবি: সংগৃহীত

অপর দিকে জেমস অ্যান্ডারসন নেন ৪ উইকেট। কে এল রাহুল ,জাদেজা, বুমরাহের ব্যাটে ভর করে ৯৫ রানের গুরুত্বপূর্ণ লিড নেয় ভারত। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৫ রান তোলার পর আবার বৃষ্টি শুরু হলে আম্পায়ার তৃতীয় দিনের খেলা বন্ধ করে দেন। বৃষ্টি বিঘ্নিত এই টেস্ট ম্যাচে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড এখনও ৭৮ রানে পিছিয়ে আছে। বার্নস ১১ ও সিবলি ৯ রানে বঅপরাজিত আছেন।

তৃতীয় দিনের খেলা শুরু হলে দলগত ১৪৫ রানে মাথায় ব্যক্তিগত ২৫ রান করে ঋষভ পন্থ আউট হন রবিনসনের বলে । এরপর রাহুল ও জাদেজা ভারতের ইনিংসের হাল ধরে ৬০ রানের পার্টনারশিপ করেন।

আরও পড়ুনঃ সেমিফাইনালে হার বজরং পুনিয়ার, লড়াই এবার ব্রোঞ্জের জন্য

ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন বুড়ো হাতের ভেলকি দেখিয়ে রাহুলকে ফিরিয়ে দেন। জেমস অ্যান্ডারসন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হন (৬২১)। এই দিন তিনি ভারতের অনিল কুম্বলের রেকর্ড ভেঙে দেন। তাছাড়া অ্যান্ডারসন একমাত্র ফাস্ট বোলার হিসাবে এই কৃতিত্বের অধিকারী হন।সামনে রয়েছেন কিংবদন্তি দুই স্পিনার মুথাইয়া মুরলিধরন ও শেন ওয়ার্ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here