ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
ঝাড়খণ্ডের সিমডেগা জেলায় সাতজন আদিবাসী ক্রিস্টানকে অপ্রমানিত গো হত্যার অভিযোগে চুল কেটে, নির্মম মারধোর করে “জয় শ্রীরাম” বলতে বাধ্য করা হল। পুলিশ সুপার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে, অভিযুক্ত ৯ জনের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ, আরো ১০ জন ব্যক্তির উল্লেখ আছে এফআইআরে , তাঁদের কোনো নাম পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটে সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ, ১৭ তারিখ পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। কিন্তু ঘটনাটি জনসমক্ষে আসে প্রাক্তন জেলা পরিষদ সদস্য ও সমাজকর্মী নীল জাস্টিন বেক স্থানীয় একটি নিউজ পোর্টালকে ঘটনাটি জানানোর পরে।
বিজেপি সরকারের আমলে এরকম ঘটনা ঝাড়খণ্ডে অসংখ্য ঘটতো। সরকার পরিবর্তনের পর ঝাড়খণ্ডে এরকম ঘটনা এটি প্রথম। উল্লেখ্য, ২০০৫ থেকে ঝাড়খণ্ডে গো হত্যা আইন অনুযায়ী নিষিদ্ধ, বিজেপি সরকার থাকা কালে ২০১৭ সাল থেকে আইনটি দৃঢ় ভাবে আরোপ করা হয়।
ঘটনার শিকার দীপক কিল্লু (২৬) জানান , তিনি ১৬ তারিখ দেখেন প্রায় ২৫ জনের একটি দল তাদের গ্রামে ঢুকছে হাতে লাঠিসোঁটা নিয়ে। তারা সকলেই আশ পাশের গ্রামের বাসিন্দা। দীপক দেখেন দলটি তাদের গ্রামের দিকে যাচ্ছে। তিনি কিছুক্ষণ পরে সেখানে উপস্থিত হন ও দেখেন গ্রামের বাসিন্দা রাজ সিং কিল্লুকে তারা মারধোর করছে এবং জাতি ধর্ম নিয়ে গালাগালি দিচ্ছে, সাথে রাজ সিং-এর স্ত্রী জ্যাকলিন কিল্লুকে উদ্দেশ্য করেও তারা একই ধরনের মন্তব্য করছে। তিনি প্রতিবাদ করলে তাঁকেও মারতে শুরু করে তারা। দেখানো হয় একটি মিথ্যা ভিডিও, দাবি করা হয় দীপকদের গ্রামে গো হত্যা করা হয়েছে। তাঁরা বারেবারে জানান ভিডিওটি মিথ্যা, কোনো গো হত্যার ঘটনা সেখানে ঘটেনি।
দীপকের অভিযোগ এরপর ওই দলটি রাজ এবং আরও পাঁচজনকে টানতে টানতে নিয়ে যায় স্থানীয় মাহাতো টোলা নামক জায়গায়।সেখানে তাদের কান ধরে ওঠবস করানো হয়, মাথা অর্ধেক কামিয়ে দেওয়া হয়, আর সাথে চলে অমানুষিক মারধোর। এরপর তাঁদের বাধ্য করা হয় “জয় শ্রীরাম” ধ্বনি দিতে। কিছুক্ষণ পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।
Although the incident happened on September 16 and a police complaint was lodged the next day, it became public only on September 25 when former zilla parishad member and social activist Neel Justin Beck told a local news portal https://t.co/4uLEayP2P9
— The Telegraph (@ttindia) September 26, 2020
স্থানীয় থানার ইন চার্জ জানিয়েছেন , চারজন অভিযুক্ত সোনু সিং,সোনু নায়ক, নয়ন এবং রাজেন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও খুব শীঘ্রই ধরা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584