নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
অন্তর্বর্তী জামিনের আবেদনের শুনানির আগেই প্রয়াত হলেন এলগার পরিষদ মামলায় অভিযুক্ত মানবাধিকার কর্মী তথা আদিবাসী অধিকার রক্ষা আন্দোলনের অগ্রণী মুখ ফাদার স্ট্যান স্বামী।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। আদালতের নির্দেশে তাঁর চিকিৎসা চলছিল মুম্বাইয়ের হোলি ফ্যামিলি হাসপাতালে। দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর মুক্তির দাবি জোরালো হয়ে উঠছিল।
সাম্প্রতিক, ইউএপিএ আইনের একটি ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন ফাদার স্ট্যান স্বামী। তাঁর আবেদনে বলা হয়েছে, আইনে জামিনের বিধান থাকা সত্বেও ইউএপিএ -এর ৪৩(ডি)(৫)ধারাটির কারণে জামিন পেতে চূড়ান্ত সমস্যায় পড়তে হয় এই আইনে অভিযুক্তদের। এই ধারারটি ভারতীয় সংবিধান প্রদত্ত সমানাধিকার ও স্বাধীনতার অধিকারের পরিপন্থী।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584