নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দীর্ঘ সময়ের পর পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লক এর দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের কাশিয়ারাতে গড়ে উঠতে চলেছে বায়ো ডাইভার্সিটি পার্ক। তবে পার্কের কাজ এখনও সম্পূর্ণ না হলেও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে পার্কের প্রধান গেট।
কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গিয়েছে এই বায়ো ডাইভার্সিটি পার্কটিকে নিয়ে তাদের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী এখনও পর্যন্ত ৭০% কাজ সম্পন্ন হয়েছে বাকি রয়েছে ৩০ শতাংশ। তবে শেষ ৩০ শতাংশ কাজ খুব দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন তারা।
এরমধ্যে গত ১০ই ফেব্রুয়ারি বুধবার দাসপুরের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে আসেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক ডঃ রশ্মি কমল । এর সাথে এই দাসপুর-২ ব্লকের বিডিও অনির্বাণ সাহুর অনুরোধে কাশিয়ারাতে এই বায়ো ডাইভার্সিটি পার্ক পরিদর্শন করতে আসেন তিনি।
গত ১৭ই ফেব্রুয়ারি বুধবার এই বায়ো ডাইভার্সিটি পার্কের বিষয়ের সমস্ত তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয় । দাসপুর দুই ব্লকে এই প্রথম কোনো বায়ো ডাইভার্সিটি পার্ক গড়ে উঠছে । পার্কটির নাম রাখা হয়েছে ত্রিবেণী বায়ো ডাইভার্সিটি পার্ক। ছুটির দিনে বা মানসিক অবসাদ এই দুই পরিস্থিতিতেই প্রকৃতির পরিবেশে সময় কাটানোর জন্য একেবারেই উপযোগী এই পার্কটি।
আরও পড়ুনঃ দশ বছর পর বেনাচাপড়ায় সুশান্ত ঘোষ, ফুল দিয়ে বরণ গ্রামবাসীর
প্রাথমিকভাবে পার্কে শিশুদের জন্য রয়েছে নানান খেলার সামগ্রী, তবে বড়দের জন্যও রয়েছে ঝিলের জলে নৌকা বিহারের ব্যবস্থা । পরবর্তীতে টয় ট্রেনের পরিকল্পনা চলছে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।নদী তীরবর্তী এই পার্কে এসে কেমন অনুভূতি পর্যটকদের তা নিজেরাই জানালেন তারা।
ছুটির দিনে পরিবারের সাথে বাড়ির বাইরে সময় কাটানোর উপযুক্ত জায়গা এই দাসপুর-২ ব্লকের কাশিয়ারা ত্রিবেণী পার্ক। পর্যটকদের জন্য রয়েছে পিকনিক স্পট আগে থেকেই যোগাযোগ করে আসার জন্য যোগাযোগের জন্য নাম্বার দেওয়া হয়েছে পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584