যমরাজের পরে করোনা সচেতনতায় রায়গঞ্জের রাস্তায় খোদ গব্বর সিং

0
94

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জঃ

করোনা নিয়ে সচেতন করতে এর আগে যমরাজ বহুরুপী রায়গঞ্জ শহরের রাস্তায় নেমেছিল। এবার নামলো চম্বলের গব্বর সিং। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সোশ্যাল ডিস্ট্যানসিং, বাড়িতে থাকা, মাস্ক পরে বাড়ি থেকে বের হওয়া ইত্যাদি বিভিন্নরকম সচেতনতা মেনে চলতে লকডাউনের প্রথমদিন থেকেই পুলিশ প্রশাসন, স্বাস্থ্যদফতর, পুরসভা সাধারণ মানুষকে আবেদন করে আসছেন। এরপরেও একশ্রেণির মানুষের চেতনা আসেনি। এখনও কিছু মানুষ বিভিন্ন অজুহাতে বাইরে বেড়িয়ে পড়ছেন।

Gabbar Singh | newsfront.co
নিজস্ব চিত্র

রায়গঞ্জ শহরের রাস্তায় এই সচেতনতার কাজের দায়িত্বে স্বয়ং যমরাজকে দেখা গিয়েছিল। তাতেও পুরোপুরি মানুষের বাইরে বেরোনো আটকানো যায়নি। শেষমেশ গব্বর সিংকেই এই দায়িত্ব নিতে হয়েছে মানুষকে সচেতন করার।

আরও পড়ুনঃ নেতার হাতে খুন্তি, ইংলিশ বাজারে চলছে ‘আমাদের রান্নাঘর’

সোমবার দুপুরে রায়গঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে রায়গঞ্জ পুরসভার কর্মীদের সংবর্ধনাজ্ঞাপন একটি অনুষ্ঠানের মাঝে হঠাৎ গব্বর সিং তার দলবল নিয়ে আচমকা হাজির হয়। গব্বর সিং তার অনুচর সাম্ভার কাছে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সরকার নির্দেশিত নিয়মগুলির সম্পর্কে জানতে চান। তা জানার পরেই সেখানে উপস্থিত লোকজন সোশ্যাল ডিস্ট্যানসিং মেনে রয়েছে কি না তা যাচাই করেন ‘খোদ গব্বর’।

এরপরে জনতার উদ্দ্যেশ্যে গব্বর সিং মানুষকে সচেতন করার উদ্দ্যেশ্যে সরকার নির্দেশিত নিয়মগুলো নিজের স্টাইলে জানিয়ে দেন। রায়গঞ্জ শহরের ত্রিবেনী নাট্য সংস্থা পুলিশ প্রশাসনের সাহায্যে শহরের মানুষকে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে অভিনব এই উদ্যোগ নিয়েছে। তাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়েছে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here