নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বাংলার প্রথম শহীদ,তাও আবার আমাদের মেদিনীপুর জেলার দামাল ছেলে ক্ষুদিরাম বসু কে স্মরণ করতে সকাল সকাল ফুল,মালা নিয়ে হাজির পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকার রেউদি প্রাথমিক বিদ্যালয়ের কঁচিকাচা পড়ুয়ারা।
হলই বা ছুটির দিন,হলই বা রবিবার। তাতে কি?আজ যে ১১ই আগষ্ট,বাংলার প্রথম বীর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। তাই অন্যান্য দিনের থেকে আজকের দিনটা যেন একটু আলাদা।সেই কারনেই সকাল সকাল ফুল মালা নিয়ে বিদ্যালয়ে হাজির হয়ে যায় পড়ুয়ারা।
সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকরাও।পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার রেউদি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে শ্রদ্ধার সঙ্গে পালন করা হল আজকের এই দিনটি।নাচে,গানে সঙ্গে ক্ষুদিরামের জীবনের নানান দিক তুলে ধরে স্মরণ করা হলো তরুণ শহীদকে।
আরও পড়ুনঃ শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন
পরাধীন ভারত বর্ষকে স্বাধীন করার দৃঢ় প্রতিজ্ঞা, মাত্র ১৮ বছর বয়সেই দেশ মাতৃকার জন্য নিজের জীবন উৎসর্গ করে হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পরে নেওয়া প্রভৃতি বিষয় ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্বাণ চট্টোপাধ্যায়।
অনির্বাণ বাবু বলেন, “গতকাল প্রার্থনা সভাতে শুধুমাত্র ছাত্রছাত্রীদের একবার বলা হয়েছিল যে আগামীকাল রবিবার ১১ ই আগষ্ট।বিদ্যালয়ে অন্যান্য বছরের ন্যায় এবারও শহীদ দিবস পালন করা হবে।সেই মতো সকল ছাত্রছাত্রী হাজির হয়ে যায়।শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় দিনটি।শহীদ স্মরণে এলাকা পরিভ্রমণ করে শিশুশিক্ষার্থী সহ শিক্ষক অভিভাবকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584