তেলের বিজ্ঞাপনে ‘জনপ্রতিনিধি’ পরিচয় ব্যবহার, নিয়ম জানা ছিল না মত যাদবপুর সাংসদের

0
32

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

বেসরকারি বাণিজ্যিক সংস্থার বিজ্ঞাপনে নিজের জনপ্রতিনিধি পরিচয় ব্যবহার করা ঘিরে বির্তকে তৃণমূলের যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। একটি নারকেল তেল সংস্থার বিজ্ঞাপনে অভিনেত্রী বিদ্যা বলানের সঙ্গে বিজ্ঞাপনে স্ক্রিন শেয়ার করেছেন মিমি। সেখানে বিজ্ঞাপনী কথোপকথনে নিজের জনপ্রতিনিধি পরিচয় জ্ঞাপন করেছেন মিমি। আর তা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। এরপূর্বেও মিমি এই সংস্থার বিজ্ঞাপন করেছেন কিন্তু সেখানে তিনি তাঁর সেলিব্রিটি পরিচয়েই বিজ্ঞাপন করেছেন।

চিত্র সৌজন্যঃ ইউটিউব

কিন্তু বর্তমান বিজ্ঞাপনটিতে তিনি সাংসদের পরিচয় দিয়েছেন, আর তাই ঘিরে ‘অফিস অফ প্রফিট’ বিতর্ক মাথাচাড়া দিয়েছে। আজ পর্যন্ত কোন সাংসদকে নিজেদের জনপ্রতিনিধি পরিচয় দিয়ে বাণিজ্যিক সংস্থার পণ্যের মান্যতা পাইয়ে দেওয়ার ঘটনা বিরল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিমির সাংসদ পদে কোন প্রভাব পড়বে কিনা তা নিয়ে সংশয়ে সংশ্লিষ্ট মহল।

যদিও বিতর্কিত সাংসদ মিমি জানিয়েছেন যে, এই সব নিয়ম কানুন তিনি জানতেন না। তাঁকে যা পড়তে বলা হয়েছিল তিনি তাই পড়ে দিয়েছেন। একই সাথে তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট সংস্থাকে ওই অংশটুকু বাদ দিয়ে দিতে বলবেন।

আইনত কোন প্রভাব পড়বে কি না তা আইন সম্মতভাবে বিচারের পরেই জানা যাবে কিন্তু একজন জনপ্রতিনিধির পরিচয় ব্যবহার করে নিজের অর্থ উপার্জন করা যে অনৈতিক সে বিষয়ে সকলেই একমত। একজন জনপ্রতিনিধির কাছে সকলেই সমান সেখানে সেই পরিচয় ব্যবহার করে নির্দিষ্ট কোন সংস্থার বাণিজ্যিক প্রচার করা জনস্বার্থের বিরোধী বলে মনে করেন কোন কোন অংশ। শুধুমাত্র অজ্ঞতার দোহাই দিয়ে কোন সাংসদ কি তাঁর দায় এড়িয়ে যেতে পারেন উঠছে প্রশ্ন। যদিও এই বির্তকে নীরব মিমির দল তৃণমূল কংগ্রেস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here