গোর্খাল্যান্ড ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠকের ডাক কেন্দ্রের

0
56

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা আবহের মধ্যেই গোর্খাল্যান্ড নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দিল কেন্দ্র। ৭ অক্টোবর বুধবার সকাল ১১টায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠক। গোর্খাল্যান্ড ইস্যুতে আয়োজন করা এই বৈঠকের পৌরহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি।

Gorkhaland | newsfront.co
প্রতীকী চিত্র

কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, জিটিএ-র প্রধান সচিব, দার্জিলিংয়ের জেলাশাসক ও গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতিকে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ কেন্দ্রের বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে ভারত বনধ

উল্লেখ্য, গত ৭ অগাস্ট জিটিএ নিয়ে একটি ত্রিপাক্ষিক পর্যালোচনা বৈঠক ডেকেছিল কেন্দ্র। ২৭ জুলাইয়ের প্রকাশিত ওই বিজ্ঞপ্তি ঘিরে পাহাড়ে শোরগোল পড়ে।

আরও পড়ুনঃ কংগ্রেস ক্ষমতায় এলে মুছে ফেলা হবে নয়া কৃষি আইন- প্রতিশ্রুতি রাহুল গান্ধীর

বিজেপির দুই জোটসঙ্গী বিমল গুরংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা ও জিএনএলএফ জানিয়ে দেয় তারা বৈঠকে থাকবে না। পরে বিনয় তামাংও বৈঠকে গরহাজিরার কথা জানান। পরে অবশ্য ওই ত্রিপাক্ষিক বৈঠকটি বাতিলই করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here