নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ত্রিপুরার পুরভোট হবে ২৫ নভেম্বরেই, পিছোবে না নির্বাচন। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে জানালো সুপ্রিম কোর্ট। নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে যায় তৃণমূল, সে আবেদন খারিজ করে দিলো আদালত।
এই প্রথমবার ত্রিপুরার পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল। ভোট প্রচারে ত্রিপুরা গিয়ে একাধিকবার হামলার মুখে পড়েছে তৃণমূল নেতৃত্ব, এমনটাই অভিযোগ জানিয়েছে দল। শুধু হামলাই নয়, গ্রেপ্তারও করা হয়েছে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে। সেই প্রেক্ষিতেই ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানায় তৃণমূল নেতৃত্ব। সে আবেদন খারিজ করে দিলেও ত্রিপুরায় নিরাপত্তাহীনতা নিয়ে যে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব, তা দূর করতে প্রশাসনকে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দিল শীর্ষ আদালত।
এদিন শুনানির শুরুতেই ত্রিপুরা সরকারের কাছে নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়। জানতে চাওয়া হয়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কি না। সাড়ে তিনটে নাগাদ সেই রিপোর্ট জমা পড়ে। এরপরে শুনানি শুরু হয়। ত্রিপুরার ডিজিপি ও আইজিকে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত বিশেষ বৈঠকে বসার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সায়নীর জামিন মঞ্জুর হতেই ফিরহাদের নামে এফআইআর ত্রিপুরায়
শীর্ষ আদালত এদিন বলে যে, নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার অর্থাৎ ২৩ নভেম্বর বিকেল সাড়ে চারটেয় বিভিন্ন দলের প্রচার শেষ হচ্ছে। ২৫ নভেম্বর ভোটগ্রহণ এবং ২৮ তারিখ ভোটগণনা। এদিন শীর্ষ আদালত পর্যবেক্ষণে জানায় যে, নির্বাচন স্থগিত রাখা গণতন্ত্রে চরম সিদ্ধান্ত। এমন সিদ্ধান্ত বিরূপ নজির তৈরি করবে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে নির্বাচন মুখী রাজ্যকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584