নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রায়ই বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে। ত্রিপুরার সেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আবারও এমন এক মন্তব্য করলেন যা ঘিরে নয়া বিতর্কের সৃষ্টি হয়েছে। পাঞ্জাবি ও জাঠ সম্প্রদায়ের মানুষরা ‘কম বুদ্ধিমান’ এমন মন্তব্য করে ফের হইচই ফেলে দিয়েছেন বিপ্লব। এরপর সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। শেষমেশ প্রবল সমালোচনার মুখে পড়ে সোশ্যাল মিডিয়ায় এহেন মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, দু’দিন আগে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, “কথায় আছে, বুদ্ধিমত্তায় বাঙালিদের সঙ্গে কেউ চ্যালেঞ্জ নিতে পারেন না। কারণ, আমরা সকলেই জানি, বাঙালিরা পরিচিত তাঁদের জ্ঞানের জন্য। কিন্তু যখন আমরা পাঞ্জাবের মানুষদের নিয়ে কথা বলি, আমরা সর্দার বলি বা পাঞ্জাবি বলি। তাঁদের হয়তো কম বুদ্ধি থাকতে পারে।
আরও পড়ুনঃ ক্ষমতায় ফিরলে আজীবন ফ্রি রেশন, ২১-র সভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কিন্তু তাঁরা খুবই শক্তিশালী হন। শক্তির পরীক্ষায় কেউ তাঁদের হারাতে পারবেন না। জাঠদের বুদ্ধি কম, কিন্তু তাঁরা খুবই শক্তিশালী। যদি কেউ কোনও জাঠ ব্যক্তিকে চ্যালেঞ্জ করেন, তাহলে তিনি বাড়ি থেকে বন্দুক নিয়ে বেরোবেন”। বিপ্লবের এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্কের সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ এবার আধুনিক রেলওয়ে স্টেশন গুলোকে বেসরকারিকরণের পথে কেন্দ্র
সোশ্যাল মিডিয়ায় বিপ্লব দেবের এই বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠতেই মঙ্গলবার টুইটারে বিপ্লব লেখেন, “ক্ষমা করবেন। আমি পাঞ্জাব ও জাঠদের সম্পর্কে কিছু মানুষের ভাবনার কথা বলেছি। কোনও সম্প্রদায়কে আঘাত করার অভিপ্রায় ছিল না আমার। পাঞ্জাবি ও জাঠ সম্প্রদায়কে নিয়ে আমি গর্বিত। তাঁদের সঙ্গে অনেক সময় কাটিয়েছি”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584