মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
প্রয়াত হলেন ত্রিপুরার সিপিএম সম্পাদক গৌতম দাস। চলতি মাসেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। বয়সজনিত কারণে তাঁর শারীরিক জটিলতাও বৃদ্ধি পায়। এরপর গত ৬ সেপ্টেম্বর চিকিৎসার জন্য গৌতম দাসকে কলকাতায় নিয়ে আসা হয়।
শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে আজ সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ চিরঘুমে আচ্ছন্ন হলেন ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক গৌতম দাস। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গৌতমবাবুর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ত্রিপুরা সিপিএমের সদস্যরা। শোকের ছায়া নেমে এসেছে গৌতমবাবুর পরিবারে।
বাম ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে উত্থান গৌতম দাসের। একটা সময় জাতীয় স্তরে এসএফআইয়ের শীর্ষ নেতা ছিলেন তিনি। ১৯৭০ সালে তিরুঅন্ততপুরম এসএফআই গঠনের লক্ষ্যে সম্মেলন করা হয়। সেখানে প্রতিনিধি ছিলেন গৌতম দাস।
আরও পড়ুনঃ ভবানীপুরে প্রচারে বেরিয়ে কেন্দ্রীয় তিন কৃষি আইন বাতিলের দাবি তুললেন মমতা
রাজ্য থেকে উপস্থিত ছিলেন শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তীর মতো কট্টর সিপিএম নেতারা। দীর্ঘদিন ধরেই ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন গৌতম দাস। শুধু তাই নয়, ২০১৮ সালে বিজন ধরের হাত থেকে দলের মুখপত্র পরিচালেনের দায়িত্ব নেন তিনি। কেবল রাজনীতির মধ্যে সীমাবদ্ধ না থেকে ত্রিপুরায় সিপিএমের মুখপত্র ডেইলি ‘দেশের কথা’ নামের সংবাদপত্রেরও সম্পাদক ছিলেন তিনি।
আরও পড়ুনঃ অর্জুন সিংকে ‘Z’ ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্র
আজ গৌতম দাসের প্রয়াণে শোকস্তবদ্ধ ত্রিপুরাবাসী থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ। ত্রিপুরা সিপিএমে এ এক অপূরণীয় ক্ষতি। এরপর ত্রিপুরা কে হবেন সিপিএমের রাজ্য সম্পাদক? সেটাই এখন দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584