নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
‘২১ এ রাম ২৬ এ বাম নয়’ উত্তর বঙ্গে প্রচারে গিয়ে বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ভোট প্রচারে উত্তরবঙ্গে গিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ডুয়ার্সের সাধারণ মানুষকে সতর্ক করে তিনি আবেদন করলেন, তৃণমূলের পরিবর্তে বিজেপি নয়, ভোট সংযুক্ত মোর্চাকেই দিতে হবে। বললেন, ‘‘কুমির তাড়াতে গিয়ে হাঙর আনবেন না।’’
ত্রিপুরায় বিজেপি সরকার আসার পর পরিস্থিতি কতটা পাল্টেছে, সেই উদাহরণ টেনে মানিক বলেন, ‘‘বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল মিস-কল দিলেই সরকারি চাকরি মিলবে। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর ক’টা চাকরি হয়েছে, তার কোনও হিসাব সাধারণ মানুষের কাছে নেই।’’ বিজেপি-র দেওয়া আসল পরিবর্তনের স্লোগানকে ‘ভাঁওতা’ বলে কটাক্ষ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী।
শনিবার মালবাজার, নাগরাকাটা এবং ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে জনসভা করেন মানিক। প্রথমে মালবাজারের সিপিআইএম প্রার্থী মনু ওরাঁও ও নাগরাকাটার কংগ্রেস প্রার্থী সুব্বির সুব্বার সমর্থনে চালসায় জনসভা করেন তিনি। এরপর সন্ধ্যায় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রদীপকুমার রায়ের সমর্থনে মিলনীর ময়দানে সভা করেন মানিক।
আরও পড়ুনঃ বীরভূমের মুরারই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বদল
বাম আমলে ত্রিপুরার উন্নয়নের কথা উঠে আসে তাঁর কথায় সেই সময়ে সেচ থেকে শুরু করে বিদ্যুৎ প্রকল্পের উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। বিজেপি ত্রিপুরার বাম সরকার ফেলতে চক্রান্ত করে কেন্দ্রীয় বরাদ্দ কমিয়ে দেয় বলেও শনিবারের জনসভা থেকে অভিযোগ মানিকের।
আরও পড়ুনঃ ভোট চলাকালেই চিটফান্ড কাণ্ডে বড় পদক্ষেপ, কুণাল ও শতাব্দীর সম্পত্তি বাজেয়াপ্ত ইডির
কেন্দ্রের বেসরকারিকরণের নীতি, শিক্ষা নীতি-সহ একাধিক বিষয়ে মোদীকে তুলধোনা করেন তিনি। সাধারণ মানুষকে ফাঁদে পা না দেওয়ার অনুরোধ করেন। শেষে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘বিজেপি এখন দেশ ভক্তির কথা বলে। কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পিছনে এই বিজেপি-আরএসএসের কী ভূমিকা আছে?’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584