ওয়েবডেস্কঃ
গতকাল নারী দিবস উপলক্ষে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে নারীর নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন “বাম আমলে ড্রাগের কু প্রভাবে মহিলাদের বিরুদ্ধে হিংসার ঘটনা বেড়ে গিয়েছিল । সেই প্রভাব থেকে রাজ্যকে বের করে আনা খুব সহজ ছিল না, তবে আমাদের রাজ্যের মহিলারাই এ ব্যাপারে আমাদের খুব সহযোগিতা করেছেন । ”
তিনি আরও দাবি করেন ” রাজ্যে আমাদের সরকার আসার পর মহিলাদের বিরুদ্ধে ঘটা অপরাধের হার ৭ শতাংশ কমেছে। তবে সমাজ থেকে তা মুছে না যাওয়া পর্যন্ত আমরা সন্তুষ্ট নই। এতদিন বামেরা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি ।”
উল্লেখ্য এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সরকার প্রায় ৭৫০০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে ।
কিন্তু একদিকে মুখ্যমন্ত্রী যখন মাদকদ্রব্যের বিরুদ্ধে সোচ্চার, ঠিক তখনই তারই মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী অন্য সুরে গীত গাইলেন । তিনি আবার গাঁজার প্রশংসায় পঞ্চমুখ । স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন ক্যান্সার চিকিৎসায় গাঁজার উপকারিতা কথা তুলে ধরে বলেন ” কেন্দ্র যদি গাঁজার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, তবে নানা রাজ্যই একে চিকিৎসার কাজে ব্যবহার করতে পারবে। তবে একমাত্র কেন্দ্রের কাছেই এই সংক্রান্ত আইন সংশোধনের অধিকার রয়েছে “।
তবে নারী দিবসে নারীর সচেতনতা প্রসঙ্গ ছেড়ে হঠাতে গাজার উপকারিতা নিয়ে স্বাস্থ্য মন্ত্রীর এই মন্তব্যে ফায়দা নিচ্ছে বিরোধীরা ।
আরও পড়ুনঃমাঝ আকাশে ধ্বংস মিগ ২১
উল্লেখ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর বেফাঁস মন্তব্যের জন্য বার বার সংবাদ শিরোনামে উঠে এসেছেন ,কটাক্ষের শিকার হয়েছেন বিরোধীদের কাছে । বারবার বেফাঁস মন্তব্যের জন্য পরিস্থিতি যখন বেসামাল হয়েছিল তখন অবশ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁকে দিল্লিতে ডাকও পাঠিয়েছিলেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584