নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ সংবাদমাধ্যম। রাজ্যে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে অভিযোগ জানালো ত্রিপুরা এসেম্বলি অফ জার্নালিস্টস(টিএজে)।
আরও পড়ুনঃ অনির্দিষ্টকাল ধরে সরকারি জায়গা আটকে প্রতিবাদ নয়, শাহিনবাগ প্রসঙ্গে জানাল সুপ্রিমকোর্ট
ত্রিপুরায় ৬ জন সাংবাদিক নিগৃহীত হয়েছেন বিপ্লব দেবের অবিমৃষ্যকারী মন্তব্যের কারণে। গত মাসের ১১ তারিখ ত্রিপুরার প্রথম স্পেশাল ইকোনমিক জোনের উদ্বোধনে গিয়ে বিপ্লব দেব বলেন, একটা অংশের সংবাদপত্র করোনা সংক্রমণ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এবং সেইসঙ্গে বলেন, এই সংবাদপত্রগুলোকে তিনি ক্ষমা করবেন না।
নরেন্দ্র মোদি, অমিত শাহ ও প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াকে পাঠানো চিঠিতে টিএজে-র তরফে বলা হয়েছে, ৬ সাংবাদিকের নিগ্রহের ঘটনায় এখনো তদন্তের কোনও অগ্রগতি হয়নি।
আরও পড়ুনঃ আজ একটি বড় অকারের গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে
এইপ্রসঙ্গে টিএজে আহ্বায়ক শেখর দত্ত ও চেয়ারম্যান সুবল কুমার দে এক প্রেস বিবৃতিতে বলেন, রাজ্যে দুর্বল প্রশাসনের কারণে অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মিডিয়া, মিডিয়াকে রাজ্যের শত্রু মনে করা হচ্ছে। এমনকি, জরুরি অবস্থার সময়েও এ ধরনের হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি কখনো হতে হয়নি মিডিয়াকে। সাংবাদিকদের যেভাবে নিগ্রহ করা হচ্ছে বা মিডিয়ার উপর যেভাবে রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক।
এর আগে, নিজের মন্তব্য প্রত্যাহারের জন্য বিপ্লব দেবকে ৩ দিনের সময়সীমা দিয়েছিলেন সাংবাদিকরা। কিন্তু সেই সময়সীমা অতিক্রম করে গেলেও মন্তব্য প্রত্যাহার করেননি ত্রিপুরার মুখ্যমন্ত্রী, শুধুই জানিয়েছেন কাউকে হুমকি দেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584