মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
আজ ষষ্ঠী। মা দুর্গার বোধন। উৎসব শুরু হয়েছে। এর মাঝেই এল দুঃসংবাদ। প্রয়াত হলেন ত্রিপুরার সিপিএম নেতা বিজন ধর। সিপিএম ত্রিপুরার রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বিজন ধর। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন তিনি। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সেই কারণে তড়িঘড়ি ত্রিপুরা থেকে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু এতেও স্বস্তি হল না। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার ভোর ৪টে ৭ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ত্রিপুরার এই প্রবীণ সিপিএম নেতা।
বিকেল পাঁচটার বিমানে করে তাঁর মরদেহ আগরতলা নিয়ে যাওয়া হবে। এদিন শেষবারের মতো সিপিএম নেতা বিজন ধরকে দেখতে হাসপাতালে উপস্থিত ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, সুজন চক্রবর্তী সহ সিপিএমের শীর্ষস্তরের অন্যান্য নেতৃবৃন্দ।
ত্রিপুরার বামপন্থী আন্দোলনের প্রথম সারিতে ছিলেন বিজন ধর। এই লড়াকু নেতার চিকিৎসা সংক্রান্ত সবকিছু দেখাশোনার দায়িত্বে ছিলেন সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ও কলকাতা জেলা কমিটির সদস্যরা। বিজন ধরের প্রয়াণে শোকস্তব্ধ লাল শিবির। শোকের ছায়া নেমে এসেছে বিজন ধরের পরিবারেও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584